বিপিএল ফাইনালের সময়সূচিতে পরিবর্তন এনেছে বিসিবি। নতুন সূচি অনুযায়ী, ফাইনাল ম্যাচটি শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় শুরু হবে।
এইবারের বিপিএল ফাইনাল হতে যাচ্ছে চিটাগাং কিংস এবং ফরচুন বরিশালের মধ্যে। একদিকে যেমন বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল তাদের শিরোপা ধরে রাখার জন্য মরিয়া হয়ে আছে, তেমনি অন্যদিকে চিটাগাং কিংস প্রথমবারের মতো শিরোপা জেতার স্বপ্ন দেখছে।
ফাইনালে কে জিতবে, এমন প্রশ্নের জবাবে বরিশাল দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, "যে দল বেশি শান্ত থাকবে, তাদেরই জেতার সম্ভাবনা বেশি।" তিনি আরও বলেন যে, ফাইনাল ম্যাচটি অনেক চাপের, তবে তিনি নার্ভাসনেসকে দূরে রাখার চেষ্টা করেন। তার মতে, শান্ত থাকতে পারাটাই সাফল্যের চাবিকাঠি।
এইবারের বিপিএল ফাইনালটি নিঃসন্দেহে দর্শকদের জন্য একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে। একদিকে যেমন আছে বর্তমান চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার লড়াই, তেমনি অন্যদিকে আছে নতুন করে ইতিহাস গড়ার হাতছানি।