ছবিঃ সংগৃহীত।
বিপিএলের ইতিহাসে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আবারও ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাদের সামনে এখন শিরোপা ধরে রাখার কঠিন চ্যালেঞ্জ। অন্যদিকে, চিটাগাং কিংস এখনো পর্যন্ত বিপিএল শিরোপার স্বাদ পায়নি। এই প্রথম তারা ফাইনালে উঠেছে এবং তাদের সামনে ইতিহাস গড়ার হাতছানি।
আজ (৭ ফেব্রুয়ারি)
মেগা ফাইনালে চিটাগাংয়ের মুখোমুখি বরিশাল। মিরপুরের শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে
ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায়।
বরিশালের
ফাইনাল পর্যন্তের যাত্রাটা বেশ সহজ ছিল। শুরু থেকেই তারা তাদের ধারাবাহিক ভালো পারফরম্যান্সের জন্য হট ফেভারিট ছিল।
গ্রুপ পর্বে তাদের প্রথম ১১টি ম্যাচের মধ্যে কেবল একটি ম্যাচ হেরেছিল, সেটিও রংপুরের বিপক্ষে। যদিও তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিটাগাংয়ের কাছে হেরেছিল, তারপরেও ১৮ পয়েন্ট নিয়ে
শীর্ষে থেকে কোয়ালিফাই করে।
অন্যদিকে,
চিটাগাংয়ের গ্রুপ পর্বের যাত্রাটা ছিল বেশ কঠিন। তাদের দলে তেমন বড় কোনো তারকা খেলোয়াড় ছিল না। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও তারা খুব বেশি পরিচিত তারকাদের দলে নিতে পারেনি। তবে তাদের দেশি খেলোয়াড়দের ধারাবাহিক ভালো পারফরম্যান্সই ছিল তাদের প্রধান শক্তি। তারা ১৬ পয়েন্ট নিয়ে
দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছিল।
প্রথম কোয়ালিফায়ারেই
মুখোমুখি হয়েছিল দুই ফাইনালিস্ট দল। যেখানে একপেশে ম্যাচে চট্টলার রাজাদের দ্বিতীয়
কোয়ালিফায়ারে ঠেলে দিয়ে সরাসরি ফাইনালের টিকিট পায় বরিশাল। অপরদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে চরম নাটকীয়তার ম্যাচে খুলনা
টাইগার্সকে কাঁদিয়ে শেষ বলে ফাইনাল নিশ্চিত করে চিটগাং কিংস।
গতকাল (৬
ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এসে বরিশালের অধিনায়ক তামিম বলেন, 'বিপিএল নিয়ে আমরা এমন
স্বপ্নই দেখেছি। একেকটা ফ্র্যাঞ্চাইজির একেক ধরনের ফ্যানবেজ থাকবে। যেটা আমার কাছে
মনে হয়, বরিশাল খুব সফলভাবে করতে পেরেছে, বিশেষত গত দুই বছরে। তাদের জন্য পুরোপুরিভাবে
চেষ্টা থাকবে কালকে যেন আমরা ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারি।'
চ্যাম্পিয়ন
হলে লঞ্চে করে ট্রফি নিয়ে বরিশালে যাবেন তামিম বাহিনী। তিনি বলেছেন, ‘যদি হতে পারি
(চ্যাম্পিয়ন), তাহলে তো পরিকল্পনা আছেই। গত বছরও পরিকল্পনা ছিল। আমার মনে হয়, যেকোনো
কারণেই যাওয়া হয়নি। এটা নয় যে আমাদের ইচ্ছা ছিল না, সব সময় ইচ্ছা ছিল। এবারও আমাদের
ইচ্ছা আছে। আল্লাহ যদি রহমত করে, অবশ্যই।’
এদিকে ম্যাচপূর্ববর্তী
সংবাদ সম্মেলনে চিটাগাং কোচ শন টেইট বলেছেন, 'অনেকেই বলবে আমাদের ব্যাটিংয়ের গভীরতা
নেই। দিন শেষে আমরা ফাইনালে খেলছি। অনেক সময় আপনাকে রিস্ক নিতে হবে এবং দল হিসেবে আপনাকে
চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।'
'আপনি যদি শামীম পাটোয়ারির কথাই ধরুন সে ছয় নম্বর পজিশনে খেলেছে। সে সামনের দিকের ব্যাটারদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছে। আপনি দেখেছেন তার মতো ব্যাটার কতটা ধ্বংসাত্মক হতে পারে। তাকে বল করা খুবই কঠিন। সে আমাদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছে। আমার মনে হয় আমাদের ভালো বোলিং আক্রমণও রয়েছে। সব সময় আপনি সবকিছু পাবেন না।'-যোগ করেন তিনি।
বিষয় : বিপিএল
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh