দীর্ঘদিন
পর পাকিস্তান জাতীয় দলে ফিরে এসেই দুর্দান্ত এক ইনিংস উপহার
দিলেন ফখর জামান। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান বড় ব্যবধানে হারলেও, ফখরের ৮৪ রানের ইনিংসটি
ছিল বেশ নজরকাড়া। অসুস্থতা থেকে ফিরে এমন একটি ইনিংস খেলা নিশ্চিতভাবেই পাকিস্তান ক্রিকেট সমর্থকদের জন্য স্বস্তির খবর।
নিউজিল্যান্ডের
বিপক্ষে ৬৯ বলে ৮৪
রানের ইনিংস খেলে ফখর যেন নিজেকে নতুন করে প্রমাণ করলেন। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে পাকিস্তানকে শিরোপা এনে দিয়েছিলেন এই ফখরই। লম্বা
বিরতির পর আরেকটি চ্যাম্পিয়ন্স
ট্রফির আগে পাকিস্তান দলে ফখরকে ফিরিয়ে আনা হয়। তবে এই প্রত্যাবর্তনের আগে
ফখরকে ১০ কেজি ওজন
কমাতে হয়েছে।
এক
সাক্ষাৎকারে ফখর জানান, তিনি হাইপারথাইরয়েডিজমে আক্রান্ত হয়েছিলেন, যে কারণে তার
ওজন ১০ কেজি কমে
যায় এবং পেশির শক্তিও কমে যায়। এই কারণেই তিনি
এতদিন মাঠের বাইরে ছিলেন। এখন অবশ্য তিনি পুরোপুরি সুস্থ।
হাইপারথাইরয়েডিজম
এমন একটি রোগ, যেখানে থাইরয়েড গ্রন্থি অতিরিক্ত থাইরক্সিন হরমোন তৈরি করে। ফলে আক্রান্ত ব্যক্তির ওজন দ্রুত কমতে শুরু করে। ফখরের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল।
জাতীয়
দলে খেলার আগে ফখর ঘরোয়া ক্রিকেটে কয়েকটি ম্যাচ খেলেন। তিনি জানান, হাইপারথাইরয়েডিজম থেকে সেরে উঠে ক্রিকেটে ফিরতে তার খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল যেন ব্যাট করাই ভুলে গেছেন। তবে ধীরে ধীরে তিনি উন্নতি করেন।
দশ
বছর আগে ভারতের বিরুদ্ধে ফাইনালে সেঞ্চুরি করেছিলেন ফখর। এবারও তিনি তেমন ইনিংস খেলতে চান। তিনি বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিকে স্মরণীয় করে রাখতে চান এবং দেশকে জেতাতে চান। দশ বছর আগে
যে মানসিকতা নিয়ে নেমেছিলেন, এবারও সেই একই মানসিকতা নিয়ে খেলতে চান।
চ্যাম্পিয়ন্স
ট্রফিতে ফখর খেললেও পাকিস্তান আরেক ওপেনার সাইম আইয়ুবকে পাবে না। ফলে ফখরের সঙ্গে ওপেনিং জুটিতে দেখা যাবে ফর্মে থাকা বাবর আজমকে। ১৯ তারিখ থেকে
শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে পাকিস্তান গ্রুপ পর্বে নিউজিল্যান্ড, ভারত ও বাংলাদেশের সঙ্গে
খেলবে।