ক্রিকেটের
ইতিহাসে স্টিভেন স্মিথ এক অনন্য নজির
স্থাপন করেছেন। ফর্মহীনতার কারণে সমালোচিত হওয়া এই ক্রিকেটার যেন
ফিনিক্স পাখির মতো করেই জেগে উঠেছেন। তার সাম্প্রতিক পারফরম্যান্স ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।
ব্রিসবেনে
১০১ রানের ইনিংস খেলার পর মেলবোর্নে ১৪০
রানের ইনিংস খেলেন তিনি। দেশের বাইরেও তার রানের ধারা অব্যাহত ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টেই তিনি সেঞ্চুরি করেন।
গল
টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে স্মিথ ১৩১ রান করেন। এই ইনিংস খেলার
পথে তিনি শচীন টেন্ডুলকার এর মতো কিংবদন্তিকে
পেছনে ফেলেছেন।
স্মিথ
এখন দ্রুততম ক্রিকেটার হিসেবে ৩৬টি টেস্ট সেঞ্চুরি করার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। এই তালিকায় প্রথমে
আছেন রিকি পন্টিং। শচীন টেন্ডুলকার এবং কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলেছেন তিনি।
শুধু
তাই নয়, ফিল্ডিংয়েও তিনি একটি অনন্য রেকর্ড গড়েছেন। উইকেটরক্ষক ব্যতীত প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০টি ক্যাচ নিয়েছেন স্মিথ। স্মিথের আগে সবচেয়ে বেশি ক্যাচ
নিয়েছিলেন পন্টিং। তার ছিল ১৯৬ ক্যাচ।
এছাড়াও,
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে অ্যালেক্স ক্যারির সাথে ২৫৯ রানের জুটি গড়ে তিনি আরেকটি বিশ্বরেকর্ড গড়েছেন। তিনি বিশ্বের একমাত্র ক্রিকেটার যার ১১ জন সতীর্থের
সাথে ২০০ বা তার বেশি
রানের জুটি রয়েছে।