× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আবারও চোটের শিকার সৌম্য, চ্যাম্পিয়ন্স ট্রফি অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক।

১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

সৌম্য সরকারের চোট যেন পিছু ছাড়ছেই না। বিপিএলে চোটের কারণে অনেক ম্যাচ খেলতে পারেননি, তারপরও আশাবাদী নির্বাচকরা তাকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড সাজানো হয় এবার চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলনে নেমে ফের চোট পেলেন এই ওপেনার।

আজ (১০ ফেব্রুয়ারি) মিরপুর শের- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার সময় পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর একটি বল তার ডান হাতের আঙুলে আঘাত করে। সঙ্গে সঙ্গেই ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন সৌম্য। বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

যদিও ফিজিও জানিয়েছেন চোট গুরুতর নয়, তবুও সৌম্যর এই চোট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ দলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই একই আঙুলের চোট থেকে সেরে উঠেই তিনি মাঠে ফিরেছিলেন।

বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১৩টি ম্যাচের মধ্যে সৌম্য সরকার মাত্র ৪টি ম্যাচ খেলতে পেরেছিলেন। তবে শেষ ম্যাচে তিনি ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। ৪৮ বলে ৭৪ রানের একটি ইনিংস খেলেন তিনি। যদিও তার দল সেই ম্যাচটি হেরে যায়। এলিমিনেটর ম্যাচে তিনি রান আউট হয়ে বিদায় নেন এবং তার দলও হেরে বিপিএল থেকে ছিটকে যায়।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেলেও, অনুশীলনে চোট পাওয়ায় এখন তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্টটি শুরু হবে এবং বাংলাদেশ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.