আফগানিস্তানের
ক্রিকেটে আল্লাহ মোহাম্মদ গাজানফার নামটি ক্রিকেটপ্রেমীদের চোখে
আলাদাভাবে নজর কাড়ে। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে সিরিজে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এই ১৮ বছর
বয়সী স্পিনার আফগান বোলিং আক্রমণের অন্যতম ভরসা ছিলেন। তবে দুর্ভাগ্যবশত, মেরুদণ্ডের ইনজুরির কারণে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন।
আফগানিস্তান
ক্রিকেট বোর্ড (এসিবি) তাদের সোশ্যাল মিডিয়াতে এই খবরটি নিশ্চিত
করেছে। গাজানফারের মেরুদণ্ডের চার নম্বর ভার্টিব্রার বামপাশে আঘাত লেগেছে এবং তাকে প্রায় চার মাস মাঠের বাইরে থাকতে হবে। এর ফলে তিনি
আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও খেলতে পারবেন না।
এসিবি
জানিয়েছে যে জিম্বাবুয়ে সিরিজের
সময়ই গাজানফার ইনজুরিতে পড়েছিলেন। তবে তখন তিনি আইএল টি-২০ আসরে
অংশ নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তার ইনজুরি গুরুতর হওয়ায় তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছেন না। তার পরিবর্তে দলে এসেছেন নানগেয়ালিয়া খারোটি।
খারোটি
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের পর থেকে আর
কোনো ওয়ানডে ম্যাচ খেলেননি। সেই ম্যাচে তিনি ২৮ রান খরচ
করে ৩ উইকেট পেয়েছিলেন।
তবে শেষ মুহূর্তে সুযোগ পেলেও মুজিব উর রহমানের দলে
ফেরা হয়নি।
চ্যাম্পিয়ন্স
ট্রফিতে আফগানিস্তান দল- হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইবরাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, নানগেয়ালিয়া খারোটি, নূর আহমেদ, ফজলহক ফারুকি, নাভিদ জাদরান ও ফরিদ আহমেদ
মালিক।