× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগারদের অফিসিয়াল ফটোসেশন

স্পোর্টস ডেস্ক।

১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর এক সপ্তাহ বাকি। দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। বাংলাদেশ দলও পিছিয়ে নেই। আজ(১২ ফেব্রুয়ারি) মিরপুরে অনুশীলন শেষ করার আগে দল কোচিং স্টাফসহ ফটোসেশন করেছে।

মিরপুর শের--বাংলা স্টেডিয়ামের মূল মাঠে এই ফটোসেশন হয়। যেখানে সকল ক্রিকেটার উপস্থিত ছিলেন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও আনুষ্ঠানিক ফটোসেশন হয়েছিল। এই ফটোসেশনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম উপস্থিত ছিলেন।

আগামীকাল (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় বাংলাদেশ দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। তাদের প্রথম গন্তব্য দুবাই। সেখানে গিয়ে তারা ১৭ তারিখ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

দুবাইয়েই হবে বাংলাদেশের টুর্নামেন্টের প্রথম ম্যাচ। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলবে ফিল সিমন্সের দল। এরপর দল যাবে পাকিস্তানে। সেখানে ২৪ তারিখ নিউজিল্যান্ড এবং ২৭ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.