আগামীকাল (১৯ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। তবে তার আগেই এক দুঃসংবাদ পেল কিউইরা। পায়ের চোটে পুরো টুর্নামেন্টে থেকে ছিটকে গেছেন কিউই পেসার লকি ফার্গুসন। তার জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন কাইল জেমিসন, এমনটাই জানিয়েছে দ্য নিউজিল্যান্ড হেরাল্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দারুণ ফর্মে ছিল নিউজিল্যান্ড। পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জয়ের পর আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও জয় পেয়েছিল কিউইরা। অস্ট্রেলিয়া ও ভারতের মতো দলগুলো চোটে ভুগলেও নিউজিল্যান্ডের শিবিরে তেমন বড় কোনো সমস্যা ছিল না।
তবে, গত রোববার একমাত্র প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ডান পায়ে চোট পেয়েছিলেন ফার্গুসন। এতে তার চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেছে।
নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, কাইল জেমিসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন এবং উইল ইয়াং।