শুরুতেই টপ অর্ডারের ২ ব্যাটারের ডাক। সৌম্য-শান্ত'র পর একই পথে হাঁটা ধরলেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও। এর আগে মিরাজও ৫ রান করে ফিরে গেছেন সাজঘরে। ওপেনার তানজিদ হাসান তামিম একপ্রান্তে সতীর্থদের আসা যাওয়া দেখে হয়তো ভাবলেন আমি এখানে কি করছি! তাই সেট হয়েও ২৫ রানে আউট হয়ে গেছেন এই ওপেনার। এখন প্রথম পাওয়ারপ্লের ১০ ওভারের আগেই ৫ উইকেট হারিয়ে বিপর্যস্ত অবস্থায় খাবি খাচ্ছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৫৪ রান। ক্রিজে আছেন তৌহিদ হৃদয় এবং জাকের আলী। তবে জাকের আলী ক্রিজে আছেন রোহিত শর্মার ক্যাচ মিসের কল্যাণে। না হলে ডাকের খামার গড়ে তোলায় তিনিও ভূমিকা রাখতেন। এদিকে রোহিতের ক্যাচ মিসে আক্সার প্যাটেলের হ্যাটট্রিকটা মিস হয়ে গেল।
দু'টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামী এবং আক্সার প্যাটেল।
এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত।