× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিরপুরে 'গার্ড অব অনার' পেলেন মুশি

স্পোর্টস ডেস্ক।

০৬ মার্চ ২০২৫, ১৪:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত।

সাদা বলের ফরম্যাটে জাতীয় দলের রঙিন জার্সিতে আর কখনো মুশফিকুর রহিমকে দেখা যাবে না। গতকাল ( মার্চ) রাতে সামাজিকমাধ্যমে অবসরের ঘোষণা দেন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটার। আগেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন তিনি, এবার ওয়ানডে থেকেও বিদায় ঘোষণা করলেন।

মুশফিকের অবসরের পর ফেসবুকে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদসহ তার সতীর্থরা আবেগঘন বার্তা প্রকাশ করেছেন। আজ ( মার্চ) তাকে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ম্যাচ শুরুর আগেগার্ড অব অনার' দেয়া হয়েছে।

ডিপিএলে মোহামেডানের জার্সিতে খেলছেন মুশফিকুর রহিম। আজকের ম্যাচে মিরপুরে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে মাঠে নামার সময় এই উইকেটকিপার ব্যাটারকে গার্ড অব অনার দেয় সাদা-কালো শিবিরের ক্রিকেটাররা। আন্তর্জাতিক সাদা বলের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কারণে তাকে এই সম্মান জানানো হয়।

ম্যাচ শুরুর আগে মোহামেডানের ক্রিকেটাররা সারিবদ্ধভাবে দুই পাশে দাঁড়িয়ে যান এবং মাঝখান দিয়ে মাঠে নামেন মুশফিক। গার্ড অব অনারের সময় তার সঙ্গে ছিলেন দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল, মাহমুদউল্লাহ এবং মেহেদী হাসান মিরাজ।

তবে সাদা বলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দিলেও মুশফিক ঘরোয়া লিস্টটুর্নামেন্টে খেলা চালিয়ে যাবেন।

ওয়ানডেতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটালেন মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে ২৭৪টি ওয়ানডে ম্যাচে ৩৬.৪২ গড়ে ,৭৯৫ রান করেছেন তিনি। এছাড়া, এই ফরম্যাটে তার ঝুলিতে রয়েছে ২৪৩টি ক্যাচ এবং ৫৬টি স্ট্যাম্পিং।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.