× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জিতেও শিরোপা পেল না বাংলাদেশ

২৫ মার্চ ২০২২, ২৩:১৯ পিএম

ভারতের বিপক্ষে ২-০ ব্যবধানে  জয় পেলেও শিরোপার স্বপ্নটা অধরাই থেকে গেল বাংলাদেশের।

অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ১-০ গোলে জয় পেলেও হেড টু হেড গোলে এগিয়ে থাকায় শিরোপা ঘরে তুললো ভারত।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই ভারতকে চাপে রাখে বাংলাদেশ। চাপে রাখলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না রিপা-শামসুন্নাহাররা।

ম্যাচের ১৫তম মিনিটে এগিয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু আকলিমা খাতুনের বাড়ানো বলে পা ছোঁয়াতে ব্যর্থ হন উন্নতি। ফলে গোলবঞ্চিত থাকতে হয় বাংলাদেশকে।

এরপর ৩০ মিনিটের মাথায় আবারও সুযোগ হারায় বাংলাদেশ। এবারে ভারতের গোলরক্ষককে একা পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি উন্নতি।

১০ মিনিট পর বাংলাদেশের পোস্টে আক্রমণ চালায় ভারত। কিন্তু নিতু লিন্ডার শট বারপোস্টে লেগে ফিরে এলে লিড নেয়ার সুযোগ হারায় ভারত।

ম্যাচের ৭৪ মিনিটে ডেডলক ভাঙেন আকলিমা খাতুন। রিপার বাড়ানো বল ডি-বক্সের বাইরে থেকে রিসিভ করে দুর্দান্ত এক শটে দলকে এগিয়ে দেন তিনি।

এরপর অপেক্ষা ছিল আর মাত্র একটি গোলের, কিন্তু আর কোনো আক্রমণই চালাতে পারেনি রিপা-আকলিমারা। শেষপর্যন্ত জয় পেলেও শিরোপা না জেতার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় গোলাম রাব্বী ছোটনের শিষ্যদের।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.