অজি দুই কিংবদন্তি
লেগস্পিনার শেন ওয়ার্ন ও স্টুয়ার্ট ম্যাকগিলের কোকেনের প্রতি ভালবাসাটা যেন একটু বাড়তিই।
মাত্র ৪৪ টেস্ট খেলে ২০৮ উইকেটশিকার করা স্টুয়ার্ট ম্যাকগিল সম্প্রতি কোকেন কান্ডে
বড় ধরণের অভিযোগ থেকে অব্যাহতি পেলেও ছোটখাট অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।
মূল
ঘটনাটি ২০২১ সালের। সাবেক লেগ স্পিনার ম্যাকগিল তাঁর ব্যক্তিগত কোকেন ডিলারের সাথে এক সহযোগীর পরিচয়
করিয়ে দিয়েছিলেন। পুলিশের অভিযোগ অনুযায়ী, ওই সময় দুজন
মিলে ২ লাখ মার্কিন
ডলারের মাদক চুক্তিতে জড়িত হয়েছিল। যদিও এই লেনদেনে ম্যাকগিলের
সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি, তবে নিষিদ্ধ মাদক সরবরাহে সচেতনভাবে অংশ নেয়ার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়।
তবে
৫৪ বছর বয়সী সাবেক এই খেলোয়াড়ের বিরুদ্ধে
বাণিজ্যিক পরিসরে মাদক সরবরাহের যে অভিযোগ ছিলো,
সেখান থেকে তিনি মুক্তি পেয়েছেন।
ম্যাকগিল
১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। তবে দুর্দান্ত এই লেগ স্পিনার
সেই সময়ে শেন ওয়ার্নের ছায়ায় কিছুটা আড়ালে পড়েছিলেন। তবে ক্রিকেটপ্রেমীরা জানে, তাঁর বোলিং সামলাতে বিশ্বের সেরা ব্যাটসম্যানরাও দিশেহারা হয়ে পড়তেন।