সরকারি
হিসাব অনুযায়ী, সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের রাস্তায় ১ লাখের বেশি
মানুষ বিক্ষোভে নেমেছে, তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি-এর সূত্রে দাবি
করা হয়েছে, গতকাল রাতে সার্বিয়ার রাস্তায় জড়ো হয়েছিলেন ৩ লাখ ২৫
হাজার মানুষ। দেশের জন্য একটি কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এই আন্দোলন শুরু
হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছে সার্বিয়ার ছাত্রসমাজ।
এ
আন্দোলনের প্রতি তার পূর্ণ সমর্থন জানিয়েছেন সার্বিয়ার ক্রীড়াজগতের সবচেয়ে বড় তারকা, নোভাক
জোকোভিচ। ২৪টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী, ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জয়ী, এবং সার্বিয়ার ইতিহাসের অন্যতম প্রধান ক্রীড়াব্যক্তিত্ব জোকোভিচ টেনিসের মাঠে তার সাফল্যই শুধু নয়, বরং সাধারণ মানুষের দাবিতে তার অবস্থানও দৃঢ়ভাবে জানিয়েছেন।
এ
আন্দোলন শুরু হয়েছিল গত ১৫ নভেম্বর,
যখন সার্বিয়ার নোভি সাদ শহরের একটি রেলস্টেশন ধসে ১৫ জন নিহত
হন। দুর্ঘটনার পর ছাত্ররা দুর্নীতির
অভিযোগ তুলে প্রতিবাদ শুরু করে, তাদের দাবি ছিল, রেলস্টেশন নির্মাণে দুর্নীতি হলে এত মানুষ প্রাণ
হারাতো না।
গত
নভেম্বর মাসেই প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক পদত্যাগ করেন, কিন্তু চার মাস পরেও বিচার কার্যক্রম শুরু হয়নি। গত ১৫ মার্চ
‘ফিফটিন ফর ফিফটিন’ নামে
বিক্ষোভে যোগ দেন লাখ লাখ মানুষ। তারা দাবি করেছেন, তারা এমন একটি রাষ্ট্র চান যা সঠিকভাবে কাজ
করবে এবং ন্যায়বিচার পাবেন।
এই
আন্দোলনে নিজের সমর্থন জানিয়েছেন নোভাক জোকোভিচও। তিনি ইনস্টাগ্রামে আন্দোলনের ছবি ও ভিডিও শেয়ার
করেছেন, তাতে লিখেছেন, ‘ইতিহাস! অসাধারণ’। এর আগে,
জানুয়ারিতেও সার্বিয়ার ছাত্রদের সমর্থন জানিয়ে বলেছিলেন, ‘কিছু না করা অবস্থায়
আমি বসে থাকতে পারি না।’ অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম, ছাত্র এবং আমাদের দেশের ভবিষ্যত যাদের হাতে, তাদের প্রতি আমার সমর্থন থাকবে।’