× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হামজাকে নিয়ে মাশরাফির আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক।

১৯ মার্চ ২০২৫, ১৪:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশের ফুটবলাঙ্গনে হঠাৎ এক নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী অবশেষে লাল-সবুজের জার্সিতে খেলতে দেশে ফিরে এসেছেন। সবকিছু ঠিক থাকলে চলতি মাসে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক অভিষেক হতে পারে।

হামজার দেশে ফেরা নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে, যা হামজাকেও গভীরভাবে প্রভাবিত করেছে। লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় থাকা এই ফুটবলারের প্রতি শুভকামনা জানাচ্ছেন অনেকেই, এর মধ্যে আছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

নিজের ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে মাশরাফি লিখেছেন, “বাংলাদেশের ফুটবলে আপনাকে স্বাগত হামজা দেওয়ান চৌধুরী। আপনার আগমনে প্রথম প্রেমের সেই রোমাঞ্চ যেন আবার টের পাচ্ছি, যে প্রেমের নাম ফুটবল! আমাদের ছেলেবেলায়, শৈশব-কৈশোরে ফুটবল ঘিরে যে উন্মাদনা ছিল, কয়েক দিন ধরে বাংলাদেশের ফুটবলে যেন দিনগুলোই ফিরে এসেছে।”

তিনি আরও বলেন, “ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার আমাদের দলে খেলেন, লেস্টার সিটি বা শেফিল্ড ইউনাইটেডের খেলায় তার নামের পাশে আমাদের দেশের নামও উচ্চারিত হবে, এই দেশের জন্য এটা বড় পাওয়া। আপনার প্রতি কৃতজ্ঞতা। যে শেকড়ের কারণে এটা সম্ভব হয়েছে, সেই পরিবারের প্রতি কৃতজ্ঞতা।”

মাশরাফি আশা দেখালেও বাস্তবতার দিকে নজর রাখতে চান। তিনি লিখেছেন, “আপনি এসেই জাদুকরী কিছু করে রাতারাতি দেশের ফুটবল বদলে দেবেন, এমন আকাশছোঁয়া প্রত্যাশা আমার নেই। মাঠে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাও আমার জানা আছে। স্রেফ আশা করব, আপনার ছোঁয়ায় দেশের ফুটবলে নতুন প্রাণের জোয়ার আসবে, লোকের আগ্রহ বাড়বে, শিশু-কিশোররা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে, আর্জেন্টিনা-ব্রাজিল দল বা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মতোই নতুন প্রজন্ম বাংলাদেশের ফুটবলকে আপন করে নেবে। আশা করব, আপনাকে ঘিরে দেশের ফুটবলের সংস্কৃতিতে পরিবর্তন আসবে, আপনার পায়ে পায়ে দেশের সামগ্রিক ফুটবল এগিয়ে যাবে।”

মাশরাফি শেষে লিখেছেন, “জামাল ভূঁইয়া, তারেক কাজীসহ প্রবাসী যারা এসে দেশের ফুটবলকে সমৃদ্ধ করেছেন, আরও যারা আসবেন, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। ফুটবল আমাদের প্রাণের খেলা। ফুটবলে এই নতুন দিনের গান আমাদের মনেও নতুন স্বপ্নের দোলা দিচ্ছে। ভারতের বিপক্ষে ম্যাচ ও সামনের দিনগুলোর জন্য শুভকামনা হামজা। শুভকামনা বাংলাদেশ ফুটবল দল।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.