× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিন্ডিকেট নিয়ে বাফুফেকে ক্রীড়া উপদেষ্টার কড়া হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক।

১৯ মার্চ ২০২৫, ১৭:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম বাংলাদেশ দলের থেকে বাদ পড়ায় ফুটবলাঙ্গনে সমালোচনা শুরু হয়েছে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সিন্ডিকেটের বিষয়টি ফাহমিদুল বাদ পড়ার ঘটনায় সামনে এসেছে। নিয়ে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সাথে বৈঠক করেছেন।

আজ (১৯ মার্চ) দুপুর আড়াইটায় রাজধানীর নগর ভবনে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎকালে আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দলের অংশগ্রহণের আগে সৃষ্ট সঙ্কট নিয়ে আলোচনা করেন বাফুফে সভাপতি।

সমর্থকদের অভিযোগের বিষয়ে বাফুফে সভাপতি বলেন, 'ফুটবল ফেডারেশনে সিন্ডিকেটের কোনো সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই নিজেদের জায়গা পাবে, তবে যদি কোনো অস্বাভাবিক কিছু দেখা যায়, ফেডারেশন ব্যবস্থা নেবে।' তিনি ফাহমিদুলের বাদ পড়াকে সৃষ্ট সঙ্কট হিসেবে দেখেন না এবং বলেন, ‘ফাহমিদুল আমাদের জন্য মূল্যবান এবং তাকে আরো সময় দেয়া হয়েছে। আগামী জুনে বাংলাদেশে ম্যাচ থাকায় তাকে দ্রুত মাঠে দেখতে আশা করি। সমর্থকদের বলবো, হতাশ হওয়ার কিছু নেই।

ফাহমিদুলের বাদ পড়া নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, 'দেশের স্বার্থে যোগ্য খেলোয়াড়দের বাদ দেয়ার কোনো সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে যেনো কোনো স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার না হয়, সে বিষয়ে বাফুফেকে সজাগ থাকতে হবে। যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তবে সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে।' তিনি বাফুফেকে আরও সুদৃঢ় পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য একযোগভাবে কাজ করতে বলেছেন।

আজ দুপুরে, টিম হোটেলে পাঁচজন সমর্থক বাফুফে সভাপতির সাথে সাক্ষাৎ করেন। তারা ফাহমিদুলকে ফিরিয়ে আনার পাশাপাশি কোচিং এবং দলের ব্যাপারে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল তাদের বিষয়গুলো গুরুত্ব সহকারে শোনেন।

এদিন, যুব ক্রীড়া উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য শুভ কামনা জানিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলকে আরো আত্মবিশ্বাসী করবে এবং ফলাফল বাংলাদেশের পক্ষে আসবে।

হামজার অন্তর্ভুক্তিকে দেশের ফুটবলের জন্য একটি নতুন সম্ভাবনা হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, 'হামজার মতো খেলোয়াড়ের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে।' এদিকে, হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের জন্য তার আপ্রাণ চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন, 'বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি আপ্লুত, দেশের ফুটবলকে এগিয়ে নেয়ার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।'

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.