× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মার্চ ফর গাজা কর্মসূচিতে ক্রিকেটারদের একাত্মতা প্রকাশ

স্পোর্টস ডেস্ক।

০৯ এপ্রিল ২০২৫, ২০:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে আগামী ১২ এপ্রিলমার্চ ফর গাজাকর্মসূচি আয়োজন করবে ছাত্র জনতা। এই প্রতিবাদে একাত্মতা ঘোষণা করেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। তারা সকল শ্রেণি-পেশার মানুষকে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

বর্তমানে ফিলিস্তিনে চলছে ইসরাইলি বর্বরতা, যেখানে গাজায় ৫০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং লাখেরও বেশি ফিলিস্তিনি ঘরবাড়ি হারিয়েছে। ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ চলছে। তারই অংশ হিসেবে গত এপ্রিল বাংলাদেশসহ সারা বিশ্বে "নো ওয়ার্ক, নো স্কুল" কর্মসূচি পালন করা হয়। এবার ১২ এপ্রিল বাংলাদেশের ছাত্র জনতা শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্তমার্চ ফর গাজাকর্মসূচি আয়োজন করবে।

এই প্রতিবাদ কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেট তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় তারা জানিয়েছে, প্রতিবাদের মিছিলে অংশ নিতে এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, "আগামী ১২ এপ্রিল, শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা কর্মসূচি অনুষ্ঠিত হবে। আসুন, আমরা সবাই মিলে বিক্ষোভে অংশগ্রহণ করি।"

ক্রিকেটার নাহিদ রানা একটি ভিডিও বার্তায় বলেন, "ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে ১২ এপ্রিল যে বিক্ষোভ কর্মসূচি হবে, আমি তার সঙ্গে সহমত পোষণ করছি।"

বাহাতি স্পিনার তাইজুল ইসলাম বলেন, "মার্চ ফর গাজা কর্মসূচিতে আমরা সবাই অংশগ্রহণ করি এবং গাজাবাসীকে সমর্থন করি।"

এর আগে, তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম, তানজিম সাকিব, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিদ তামিম সহ অনেকেই ফিলিস্তিনের মানুষদের প্রতি এই অবিচার জুলুমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান। একই সুরে তারকা ফুটবলার জামাল ভূঁইয়া এবং ঋতুপর্ণা চাকমা সহ অনেকেই প্রতিবাদ জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.