ছবিঃ সংগৃহীত।
লাহোর সিটি ক্রিকেট গ্রাউন্ডে আজ (১০ এপ্রিল) এক ঐতিহাসিক দিন কাটাল বাংলাদেশ নারী ক্রিকেট দল। থাইল্যান্ড নারী দলকে ১৭৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান শুরু করল নিগার সুলতানা জ্যোতির দল। এটি ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের মেয়েদের সবচেয়ে বড় জয়ের রেকর্ড। এর আগে ২০১১ সালে আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়েছিল টাইগ্রেসরা।
টস
জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন থাইল্যান্ড অধিনায়ক নারুয়েমল চাওয়াই। সেই সুযোগে প্রথমে ব্যাট করতে নেমে নিগার সুলতানা জ্যোতির দারুণ সেঞ্চুরি আর শারমিন আক্তারের
৯৪ রানের অবিচ্ছিন্ন ইনিংসে ভর করে টাইগ্রেসরা
৫০ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে তোলে ২৭১ রানের বিশাল সংগ্রহ। এটি ছিল এক সেঞ্চুরি ও
দুটি ফিফটিতে সাজানো ইনিংস।
ইসমা
তানজিমের অভিষেক হলেও শুরুটা ভালো হয়নি, ১৩ বলে করেন
মাত্র ৮ রান। এরপর
ফারজানা হক ও শারমিন
গড়ে তোলেন ১০০ রানের দ্বিতীয় উইকেট জুটি। ফারজানা আউট হন ৫৩ রানে।
এরপর জ্যোতির সঙ্গে জুটিতে আবারো বড় ইনিংস গড়েন
শারমিন। দু’জনের ১৫২
রানের জুটি হয়ে যায় তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি।
জ্যোতি খেলেন ৮০ বলে ১০১ রানের দুর্দান্ত এক ইনিংস, যেখানে ছিল ১৫টি চারের সঙ্গে একটি ছক্কার মার। ইনিংসের শেষ বলে আউট হলেও তিনি গড়েন দ্রুততম শতকের রেকর্ড।
অন্যদিকে, ১২৬ বলে অপরাজিত ৯৪ রানে মাঠ ছাড়েন শারমিন আক্তার।
২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে থাইল্যান্ড দল শুরুটা মোটামুটি করলেও ধীরে ধীরে ধসে পড়ে। দলীয় ৩৮ রানে প্রথম ধাক্কা দেন ফাহিমা খাতুন, ফিরিয়ে দেন ওপেনার ছানিদা সুথিরুয়াংকে (২২)। এরপর একের পর এক উইকেট তুলে নিয়ে ব্যাটিং লাইনআপে ধস নামান ফাহিমা ও জান্নাতুল ফেরদৌস।
এই দুই স্পিনারই তুলে নেন ৫টি করে উইকেট—নারী ওয়ানডে ক্রিকেটে একই ম্যাচে দুই বোলারের ৫ উইকেট নেওয়ার ঘটনা এটাই প্রথম।
এই
জয়ে টাইগ্রেসদের আত্মবিশ্বাস তুঙ্গে। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শক্ত অবস্থান জানান দিল তারা।
এই ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স করলে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার সুযোগ তৈরি হবে নিগার সুলতানাদের সামনে। প্রস্তুতি ও ফর্ম বিবেচনায় আশা করা যায়, টাইগ্রেসরা আত্মবিশ্বাসের সঙ্গেই মাঠে নামবে বাকি চার ম্যাচে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh