আওয়ামী
লীগের মনোনয়নে মাগুরা-১ আসন থেকে
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন দেশসেরা অলরাউন্ডার
সাকিব আল হাসান। তবে
রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই নানা আলোচনা-সমালোচনা হয়েছে। আগস্টে ক্ষমতার পালাবদলের পর থেকে তিনি
দেশে ফিরেননি। তবুও নিজের সিদ্ধান্তকে এখনো ভুল মনে করেন না সাকিব।
একটি
ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, যারা বলছে রাজনীতিতে আসা উচিত হয়নি, তাদের বেশিরভাগই মাগুরার বাইরের। মাগুরার ভোটাররা আমাকে বিশ্বাস করে—এটাই আসল বিষয়। তারা যদি আমাকে না চায়, ভোট
দেবে না। আমি যদি আজও নির্বাচনে দাঁড়াই, মাগুরার মানুষ আমাকে ভোট দেবে, কারণ তারা মনে করে আমি তাদের জন্য কিছু করতে পারি। আমি একটি বড় পরিবর্তন আনতে
চেয়েছিলাম। আপনি যদি সিস্টেমের বাইরে থাকেন, তাহলে সেই সিস্টেম পরিবর্তন করবেন কীভাবে? এখন যারা দেশ চালাচ্ছে, তারা কি সিস্টেমের বাইরে
থেকে সেটা করছে?
তিনি
আরও বলেন, আমি এখনো মনে করি, রাজনীতিতে আসা আমার ঠিক সিদ্ধান্ত ছিল। কারণ আমার চিন্তা ছিল মাগুরার মানুষের জন্য কাজ করার। আমি মনে করেছিলাম, তাদের জন্য কিছু করতে পারব এবং তারাও আমাকে চায়। আমার নির্বাচনী এলাকায় একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমি বিশ্বাস করি, যদি আবার নির্বাচন করি, আমি আবারও জয়ী হবো।
জাতীয়
দলের হয়ে খেলার ব্যাপারেও নিজের আগ্রহের কথা জানান সাকিব। তিনি বলেন, আমি এখনো চাই, বাংলাদেশের হয়ে খেলেই ক্রিকেট থেকে অবসর নিতে। যদি সুযোগ পাই, এক-দুইটি সিরিজ
কিংবা আরও এক বছর খেলার
পরিকল্পনা আছে। দেশের হয়ে খেলা আমার সবচেয়ে বড় ইচ্ছা। সেই
ইচ্ছা পূরণে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি।
তিনি
আরও বলেন, আপনি আমাকে ১৮ বছরের ক্যারিয়ার
দিয়ে বিচার করবেন, না কি শুধু
ছয় মাস দিয়ে—তা আপনার বিষয়।
তবে আমি বিশ্বাস করি, আমি এখনও বাংলাদেশের হয়ে খেলার যোগ্য। বেশিরভাগ মানুষ চায়, আমি দেশের হয়ে খেলেই অবসর নিই। আমি নিজেও মনে করি, আরও এক বা দুই
বছর আমি খেলতে পারব।