সিলেট
টেস্টে জমে উঠেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের লড়াই।
প্রথম ইনিংসে বাংলাদেশের ১৯১ রানের জবাবে দ্বিতীয় সেশনে নেমে চা-বিরতিতে যাবার আগে
২২ রানের লিড নেয় জিম্বাবুয়ে। কিন্তু তাঁর আগেই রোডেশিয়ানরা খুঁইয়েছে
অভিজ্ঞ শন উইলিয়ামসের উইকেট। এখন টেল এন্ডার মায়াভো হাত চালিয়ে খেলে স্কোরবোর্ডে যোগ করেছেন ২১৩ রান।
দ্বিতীয়
ইনিংসে জিম্বাবুয়ের ইনিংসের মূল ভরসা ছিলেন শন উইলিয়ামস ও
ব্রায়ান বেনেট। উইলিয়ামস ৫৯ রানের দায়িত্বশীল
ইনিংস খেলে মেহেদী হাসান মিরাজের শিকার হন। পেসারদের বিপক্ষে দেখে শুনে খেলে
স্পিনারদের ওপর চড়াও হয়ে খেলা
শন উইলিয়ামস মিরাজের বলে ছক্কা
হাঁকাতে গিয়ে টাইমিং-এর অভাবে বল আকাশে তুলে দেন আর দীর্ঘ অপেক্ষা শেষে সেই বল তালুবন্দি
করেন মাহমুদুল হাসান জয়। আর ব্রায়ান
বেনেট ৫৭ রান করেন
১০টি চারের সাহায্যে, তাকে ফেরান নাহিদ রানা।
জিম্বাবুয়ের
ওপেনার বেন কারেন (১৮) ধৈর্য ধরে খেললেও বড় স্কোর গড়তে
ব্যর্থ হন। নিক ওয়েলচ মাত্র ২ রানে বোল্ড
হন হাসান মাহমুদের দুর্দান্ত ইনসুইং ডেলিভারিতে। অধিনায়ক ক্রেইগ আরভিনও (৮) রানখরায় ভুগেছেন,
তিনিও নাহিদ রানার তৃতীয় শিকার হন।
মাঝে
ওয়েসলি মাধেভেরে ২৪ রান করে
কিছুটা প্রতিরোধ গড়লেও তাকে থামান খালেদ আহমেদ। আজ দিনের শুরু থেকেই মারাত্মক
স্যুইং পাচ্ছিলেন খালেদ কিন্তু উইকেটের দেখা পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত মাধেভেরের অফস্টাম্প
উপড়ে দিয়ে সেই আক্ষেপ ঘোচান।
তবে
উইকেটের এক প্রান্ত আগলে
রেখে উইকেটরক্ষক ব্যাটার নিয়াশা মায়াভো এখনো অপরাজিত রয়েছেন ৩১ রানে। তাকে
সঙ্গ দিচ্ছেন ওয়েলিংটন মাসাকাদজা। ২৯ বল খেলে
২ রানে অপরাজিত আছেন তিনি।
বাংলাদেশের
পক্ষে সবচেয়ে সফল বোলার নাহিদ রানা, এখন পর্যন্ত তিনি নিয়েছেন ৩ উইকেট। একটি
করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদ।
এই
প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেটে ২১৩
রান,। শেষ সেশনে দ্রুত উইকেট তুলে নিয়ে সফরকারীদের নিয়ন্ত্রণে বাঁধ দিতে মরিয়া হবে টাইগাররা।