× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গত তিন বছরের বেশি আমি সিঙ্গেল- শুভমান গিল

স্পোর্টস ডেস্ক।

২৭ এপ্রিল ২০২৫, ১৬:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা শুভমান গিল শচীনকন্যা সারা টেন্ডুলকারের প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই ঘুরছে সোশ্যাল মিডিয়ায় গসিপ দুনিয়ায়। যদিও প্রকাশ্যে কখনো একসঙ্গে দেখা যায়নি তাদের, তবুও স্টেডিয়ামে সারার উপস্থিতি, গ্যালারিতে 'সারা সারা' ধ্বনিসবকিছুই জল্পনার আগুনে আরও ঘি ঢেলেছে।

এই নিয়ে নানা সময়ে গুঞ্জন উঠেছে, কখনও শোনা গেছে শুভমান সারার সম্পর্ক রয়েছে, আবার কখনও বিচ্ছেদের খবরও ছড়িয়েছে। বিষয়টি আরও জটিল করে তোলে আরেক সারাবলিউড অভিনেত্রী সারা আলি খানের নাম, যাঁর সঙ্গেও শুভমানের নাম জড়ায়। করণ জোহরের জনপ্রিয় শোকফি উইথ করণ’- একবার সারা আলি খান বলেন, পৃথিবী ভুল সারার পেছনেই পড়ে রয়েছে। এই মন্তব্য আবার সারা টেন্ডুলকারকে ঘিরে গুঞ্জনকে আরও উস্কে দেয়।

তবে এতদিন ধরে নীরব থাকা শুভমান গিল এবার আইপিএলের মাঝেই নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। তার স্পষ্ট দাবিতিনি প্রেম করছেন না, বরং গত তিন বছর ধরেইসিঙ্গেলজীবনযাপন করছেন।

গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে আইপিএলে ব্যস্ত থাকা শুভমান বলেন, গত তিন বছরের বেশি সময় ধরে আমি একদম সিঙ্গেল। আমার নাম নানা জনের সঙ্গে জড়ানো হয়েছে। কিছু শুনে তো হাসিও পায়। এমন অনেকের সঙ্গে নাম জড়ানো হয়েছে, যাদের সঙ্গে কোনোদিন আমার দেখা পর্যন্ত হয়নি।

ক্রিকেটারদের ব্যস্ত জীবনযাপন নিয়েও বলেন তিনি। শুভমানের কথায়, আমি বছরে প্রায় ৩০০ দিন বাড়ির বাইরে থাকি। কারও সঙ্গে সম্পর্কে থাকার বা সময় দেওয়ার সুযোগই নেই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.