ভারতীয়
ক্রিকেটের উদীয়মান তারকা শুভমান গিল ও শচীনকন্যা সারা
টেন্ডুলকারের প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই ঘুরছে সোশ্যাল মিডিয়ায় ও গসিপ দুনিয়ায়।
যদিও প্রকাশ্যে কখনো একসঙ্গে দেখা যায়নি তাদের, তবুও স্টেডিয়ামে সারার উপস্থিতি, গ্যালারিতে 'সারা সারা' ধ্বনি—সবকিছুই জল্পনার আগুনে আরও ঘি ঢেলেছে।
এই
নিয়ে নানা সময়ে গুঞ্জন উঠেছে, কখনও শোনা গেছে শুভমান ও সারার সম্পর্ক
রয়েছে, আবার কখনও বিচ্ছেদের খবরও ছড়িয়েছে। বিষয়টি আরও জটিল করে তোলে আরেক সারা—বলিউড অভিনেত্রী সারা আলি খানের নাম, যাঁর সঙ্গেও শুভমানের নাম জড়ায়। করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এ একবার সারা
আলি খান বলেন, পৃথিবী ভুল সারার পেছনেই পড়ে রয়েছে। এই মন্তব্য আবার
সারা টেন্ডুলকারকে ঘিরে গুঞ্জনকে আরও উস্কে দেয়।
তবে
এতদিন ধরে নীরব থাকা শুভমান গিল এবার আইপিএলের মাঝেই নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। তার স্পষ্ট দাবি—তিনি প্রেম করছেন না, বরং গত তিন বছর
ধরেই ‘সিঙ্গেল’ জীবনযাপন করছেন।
গুজরাট
টাইটান্সের অধিনায়ক হিসেবে আইপিএলে ব্যস্ত থাকা শুভমান বলেন, গত তিন বছরের
বেশি সময় ধরে আমি একদম সিঙ্গেল। আমার নাম নানা জনের সঙ্গে জড়ানো হয়েছে। কিছু শুনে তো হাসিও পায়।
এমন অনেকের সঙ্গে নাম জড়ানো হয়েছে, যাদের সঙ্গে কোনোদিন আমার দেখা পর্যন্ত হয়নি।
ক্রিকেটারদের
ব্যস্ত জীবনযাপন নিয়েও বলেন তিনি। শুভমানের কথায়, আমি বছরে প্রায় ৩০০ দিন বাড়ির বাইরে থাকি। কারও সঙ্গে সম্পর্কে থাকার বা সময় দেওয়ার
সুযোগই নেই।