× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লাঞ্চের আগে জিম্বাবুয়ের সংগ্রহ ৮৯ রান, বাংলাদেশের প্রাপ্তি ২ উইকেট

স্পোর্টস ডেস্ক।

২৮ এপ্রিল ২০২৫, ১২:৫৬ পিএম । আপডেটঃ ২৮ এপ্রিল ২০২৫, ১৪:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

প্রথম সেশনটা মিলিয়ে মিশিয়ে কেটেছে দুই দলের। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আজ (২৮ এপ্রিল) একাদশে তিন পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয়ের জায়গায় খেলছেন অভিজ্ঞ এনামুক হক বিজয়। এদিকে নাহিদ রানার বদলে খেলছেন তানজিম হাসান সাকিব।

সাদা পোশাকের ক্রিকেটে আজই অভিষেক হলো এই পেসারের।

এদিকে একাদশে স্পিন শক্তি বাড়াতে, এক পেসার কম খেলিয়েছে বাংলাদেশ। খালেদ আহমেদের জায়গায় দলে এসেছেন অফস্পিনার নাঈম হাসান।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ করেনি ক্রেইগ আরভিনের দল।

দশ ওভার পর্যন্ত ওয়ানডে মেজাজে খেলে ৪১ রান তুলে নেন দুই ওপেনার।

নিজের অভিষেক টেস্টে খরুচে বোলিং করলেও জিম্বাবুয়ের ব্যাটিং ইউনিটে প্রথম আঘাতটা হানেন তানজিম হাসান সাকিব। তাঁর শর্ট পিচ আউটসুইঙ্গারে উইকেটের পিছে জাকের আলি অনিকের হাতে ধরা পড়েন ৩৩ বলে ৫ বাউন্ডারিতে ২১ রান করা ব্রায়ান বেনেট।

দ্বিতীয় উইকেটটা আসতে পারত মিরাজের হাত ধরে যদি রিভিউ নিয়ে বেঁচে না যেতেন ২ চার এবং ২টি বিশাল ছক্কা হাঁকিয়ে ৩২ রান করে অপরাজিত থাকা নিক ওয়েলচ।

১৯তম ওভারে বল করতে এসেই জিম্বাবুয়ের আরেক ওপেনারকে বোল্ড করেন তাইজুল ইসলাম। ওপেনিংয়ে আরেক সঙ্গীর সমান ২১ রান করেই ফেরেন বেন কারান।

মধ্যাহ্ন ভোজের বিরতির আগে মাঠে আর দশ ওভার খেলা গড়িয়েছে। আর কোনো উইকেট না হারিয়েই স্কোরবোর্ডে ৮৯ রান তোলে জিম্বাবুয়ে। যদিও তাইজুল, নাঈম হাসান আর মিরাজের কিপটে বোলিংয়ে জিম্বাবুয়ের রানের গতিতে কিছুটা ভাটা পড়ে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.