× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিক-শন জুটিতে দ্বিতীয় সেশনে মলিন টাইগার বোলিং ইউনিট

স্পোর্টস ডেস্ক।

২৮ এপ্রিল ২০২৫, ১৫:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (২৮ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা জিম্বাবুয়ে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোডেশিয়ান ক্যাপ্টেন ক্রেইগ আরভিন।

জিম্বাবুয়ের টপ-অর্ডার অধিনায়কের সিদ্ধান্তের সঙ্গে তাল মিলিয়েছে বেশ ভালভাবেই।

প্রথম সেশনে বাংলাদেশের বোলাররা দুই ওপেনারকে ফেরাতে পারলেও খুঁটি গেড়ে বসেছেন নিক ওয়েলচ এবং অভিজ্ঞ শন উইলিয়ামস।

দ্বিতীয় সেশনে বাংলাদেশি স্পিনাররা চেপে ধরলেও শক্ত হাতে প্রতিরোধ গড়ে ধীরস্থির ক্রিকেট খেলে নিক-শন দুজনই তুলে নিয়েছেন ফিফটি। এই দু'জনের অপরাজিত ফিফটিতে চা-বিরতির আগে ২ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে জিম্বাবুয়ে। এতে তৃতীয় উইকেট জুটিতে আসে ৮৯ রান।

চা-বিরতির আগে ১২৬ বলে ৭ বাউন্ডারিতে ৫৫ রানে অপরাজিত ছিলেন শন উইলিয়ামস।

অপরদিকে ১৩০ বল খেলে ৫৪ রানে অপরাজিত ছিলেন নিক ওয়েলচ।

এই প্রতিবেদন লিখতে লিখতেই শুরু হয়েছে তৃতীয় সেশনের খেলা চা-বিরতির পর সেই ৫৪ রানেই রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে নিক ওয়েলচকে।

এখন পর্যন্ত টাইগার বোলারদের প্রাপ্তি বলতে নিয়ন্ত্রিত বোলিং ছাড়া আর কিছু নেই। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.