× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট

৯ উইকেটের বিশাল জয় পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক।

২৮ এপ্রিল ২০২৫, ১৭:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর দ্রুতই ঘুরে দাঁড়াল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট-বল দুটোতেই দারুণ পারফর্ম করে ৯৩ বল হাতে রেখে উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে টাইগার যুবারা।

আজ (২৮ এপ্রিল) কলম্বোর ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। তবে টাইগার পেসার আল ফাহাদের বিধ্বংসী বোলিংয়ে ৪৮. ওভারে ২১১ রানে অলআউট হয় লঙ্কানরা। একাই উইকেট তুলে নিয়ে লঙ্কান ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন ফাহাদ। তার সঙ্গে সহায়তা করেন ইকবাল হোসেন ইমন, যিনি শিকার করেন ২টি উইকেট।

শ্রীলঙ্কার হয়ে মিডল অর্ডারে কিছুটা প্রতিরোধ গড়েন চামিকা হেনাতিগালা দিনুরা। হেনাতিগালা করেন ৫০ রান, আর দিনুরা করেন ৪৭। শুরুটা ভালো করলেও লঙ্কান ব্যাটাররা ফাহাদের বোলিং তোপ সামাল দিতে পারেননি।

২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মাথুলানার বলে ডুলনিথ সিগেরার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ওপেনার কালাম সিদ্দিকী (১৪ বলে ) তবে এরপরই দৃঢ়তায় জয়ের ভিত গড়ে তোলেন অধিনায়ক আজিজুল হাকিম জাওয়াদ আবরার। দুজন মিলে গড়েন ১৮০ বলে ১৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি।

জাওয়াদ আবরার ১০৬ বলে ১৪ চার ছক্কায় ১৩০ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে অধিনায়ক আজিজুল হাকিম খেলেন ৮৯ বলে ৬৯ রানের ধীরস্থির ইনিংস। তাদের ব্যাটিং নৈপুণ্যে মাত্র ৩৪. ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজে - সমতা ফেরায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের তৃতীয় শেষ ম্যাচে এখন নির্ধারিত হবে চ্যাম্পিয়ন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.