চট্টগ্রামে
অনুষ্ঠিত বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার
দ্বিতীয় টেস্ট
ম্যাচে দারুণ পারফর্ম করে ইনিংস ও ১০৬ রানের
বিশাল জয় পেয়েছে স্বাগতিক
বাংলাদেশ। তৃতীয় দিনের শেষ বিকেলে জিম্বাবুয়ের ইনিংস মাত্র ১১১ রানে
গুটিয়ে ফেলে ম্যাচটি নিজেদের করে নেয় বাংলাদেশ। এই জয়ে বড়
অবদান রেখেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, যিনি এক ম্যাচেই সেঞ্চুরি
ও ৫ উইকেট শিকার
করে অনন্য কীর্তি গড়েছেন।
আজ (৩০ এপ্রিল)
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ৭
উইকেটে ২৯১ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতে ইনিংসের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
দু'জনের ৬৩ রানের জুটি
দলকে বড় সংগ্রহের পথে
এগিয়ে নেয়। তাইজুল আউট হন ২০ রানে,
তবে মিরাজ ছিলেন অবিচল।
এরপর
অভিষিক্ত তানজিম হাসান সাকিবের সঙ্গে ৯৬ রানের অনবদ্য
জুটি গড়েন মিরাজ। সাকিব আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে করেন ৪১ রান। অন্যদিকে,
১৬২ বলের ১০৪ রানের অসাধারণ ইনিংস খেলেন মিরাজ, যাতে ছিল ১১টি চারে ও একটি ছয়ে।
এই ইনিংসেই তিনি টেস্ট ক্যারিয়ারে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেন।
বাংলাদেশের
প্রথম ইনিংস থামে ১২৯.২ ওভারে ৪৪৪
রানে। এর মাধ্যমে স্বাগতিকরা
পায় ২১৭ রানের বিশাল লিড।
জবাবে
ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের ব্যাটিং ধসে পড়ে স্পিন আক্রমণে। পুরো ইনিংসে তারা করে মাত্র ১১১ রান। মেহেদী হাসান মিরাজ একাই শিকার করেন ৫ উইকেট, তাইজুল
ইসলাম নেন ৩টি।
শুধু
ব্যাট হাতে নয়, বল হাতেও ছিলেন
ভয়ঙ্কর মিরাজ। ২১ ওভারে ৮
মেইডেনসহ মাত্র ৩২ রান দিয়ে
নেন ৫ উইকেট।
এই ম্যাচে
বিশাল ব্যবধানে জিতে সিরিজে সমতায় ফিরল টাইগাররা।
কোনো সন্দেহ
ছাড়াই ম্যাচসেরার পুরস্কার উঠেছে মিরাজের হাতে।