× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভারতের ড্রোন হামলা

স্পোর্টস ডেস্ক।

০৮ মে ২০২৫, ১৬:৪৩ পিএম । আপডেটঃ ০৮ মে ২০২৫, ১৭:০১ পিএম

ছবিঃ সংগৃহীত।

কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে ধারাবাহিক প্রতিআক্রমণ চালিয়ে যাচ্ছে ভারত। এই প্রেক্ষাপটে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একটি ভারতীয় ড্রোন ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির আজকের (৮ মে) প্রতিবেদনে বলা হয়, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে ওই ড্রোনটি নজরদারি উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় পুলিশ।

ঘটনার বিষয়ে পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক ফরিদ খান সামাজিক যোগাযোগমাধ্যমএক্স’- বলেন, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে ভারতীয় ড্রোন একটি গাছে ধাক্কা মারে। অথচ এখানে পিএসএলের ম্যাচ চলছে। ভারতের কাপুরুষোচিত কাজ এগুলো। পাকিস্তান ঐক্যবদ্ধ। পাকিস্তান জিন্দাবাদ।

ড্রোনটি ভেঙে পড়ার ঘটনায় দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নষ্ট হওয়া ড্রোনের ধাক্কায় স্টেডিয়ামের পাশের একটি রেস্তোরাঁ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। ড্রোনটি কোথা থেকে এসেছে, এতে নজরদারি বা বিস্ফোরক যন্ত্র ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, রাওয়ালপিন্ডিতে চলমান পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) ২০২৫ আসরে আজ ( মে) পেশোয়ার জালমি বনাম করাচি কিংস ম্যাচ অনিশ্চয়তায় পড়েছে। ভারতীয় ড্রোন ভেঙে পড়ার ঘটনায় স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় দর্শকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

ঘটনার পর ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) একটি জরুরি বৈঠকে বসে। দ্য টেলিগ্রাফের বরাত দিয়ে জানা যায়, ইংল্যান্ডের অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে বিভক্তি তৈরি হয়েছেঅনেকে পাকিস্তানে থাকছেন, আবার কয়েকজন ফিরে যাওয়ার কথা ভাবছেন।



সূত্রঃ সামা টিভি। ইকোনমিক টাইমস।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.