× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিদায়ি ইনিংসে ব্যর্থ ম্যাথিউস

ডেস্ক রিপোর্ট।

২১ জুন ২০২৫, ১৭:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

গলে আজ টেস্টের শেষ অধ্যায় লিখলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। টেস্ট ক্যারিয়ারের শেষ ইনিংস খেলতে নামা এই শ্রীলঙ্কান ব্যাটার পারেননি স্মরণীয় কিছু করতে। তাইজুল ইসলামের বলে মুমিনুল হকের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন মাত্র ৮ রানে।

চা-বিরতির পর বেশ ধৈর্য নিয়ে খেলছিলেন ম্যাথিউস ও চান্দিমাল।

ব্যাটিং দেখে মনে হচ্ছিল, শ্রীলঙ্কা হয়তো ড্র করার কৌশলে মাঠে নেমেছে। কিন্তু তাইজুলের এক স্পিনে ভাঙে সেই পরিকল্পনা। আগের বলে বাংলাদেশ রিভিউ নিয়েও ব্যর্থ হয়। গ্লাভসে ছোঁয়ার আগে প্যাডে লাগে বল।

আর বলের ‘পিচিং’ লেগ স্টাম্পের বাইরে হওয়ায় এলবিডব্লিউর হাত থেকেও বেঁচে যান ম্যাথিউস। তবে সেই নাটকীয় মুহূর্তের পরের বলেই ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে বল লেগে যায় প্যাডে, এবং সেখান থেকে সোজা চলে যায় সিলি মিড অফে দাঁড়ানো মুমিনুল হকের হাতে।

৪৫ বল মোকাবেলায় ৮ রান করে সাজঘরে ফেরার আগে বাংলাদেশের ক্রিকেটারদের কাছ থেকে অভিবাদন পান ম্যাথিউস। করমর্দনের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানান মাঠের প্রতিপক্ষরাও।

গ্যালারিতেও ওঠে করতালি, সতীর্থরাও জানান ভালোবাসা।

৩৬ বছর বয়সী অ্যাঞ্জেলো ম্যাথিউস ২০০৯ সালে অভিষেকের পর ১১৯টি টেস্ট খেলেছেন শ্রীলঙ্কার হয়ে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.