× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অস্ট্রেলিয়ায় ১১ দলের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক।

০১ জুলাই ২০২৫, ১৮:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটের আলো ছড়াতে আবারও অস্ট্রেলিয়ার ডারউইনে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ এর দল। এবারের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছে ১১টি দল, যার মধ্যে অন্যতম বাংলাদেশ। ১৪ আগস্ট জমজমাট এই সিরিজের পর্দা উঠবে বাংলাদেশ ও পাকিস্তানে  দলের হাইভোল্টেজ ম্যাচ দিয়ে।

নর্দার্ন টেরিটরি ক্রিকেট আয়োজিত এই টুর্নামেন্টে গত বছরের মতো এবারও খেলছে পাকিস্তান শাহীন্স ও বাংলাদেশ ‘এ’ দল। তবে নতুন চমক হিসেবে যোগ দিচ্ছে নেপাল জাতীয় দল। এছাড়া বিগ ব্যাশ লিগের একাডেমিভিত্তিক কয়েকটি দলও থাকছে এবারের আসরে। বাকি দলগুলোর তালিকা শিগগিরই প্রকাশ করবে আয়োজকরা।

গত বছর এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল বাংলাদেশ ‘এ’ দল। যদিও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি, অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে রানারআপ হয় তারা। এবার সেই আক্ষেপ ঘোচাতে প্রস্তুত তরুণ টাইগাররা।

নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সিইও গ্যাভিন ডোভি বলেন, ‘পাকিস্তান ও বাংলাদেশকে আবারও স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। তাদের অংশগ্রহণ এই টুর্নামেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে। একইসঙ্গে এটি নর্দার্ন টেরিটরিকে বসবাস, কাজ ও শিক্ষার জন্য আকর্ষণীয় করে তোলার অংশ হিসেবে কাজ করছে।’

অন্যদিকে, বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘ডারউইনে ফিরতে পারায় আমরা আনন্দিত। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলা আমাদের উদীয়মান খেলোয়াড়দের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা। ১৪ আগস্টের ম্যাচে নিজেদের প্রমাণের সুযোগ থাকবে তাদের সামনে।’

উল্লেখ্য, টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ মূলত একাডেমি ও তরুণ পর্যায়ের খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের একটি প্ল্যাটফর্ম। বিশ্বের বিভিন্ন প্রান্তের উদীয়মান প্রতিভারা এখানে নিজেদের তুলে ধরার সুযোগ পায়।

বাংলাদেশ ‘এ’ দলের এই সফর তাই শুধু আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট নয়, বরং ভবিষ্যতের জাতীয় দলে খেলার স্বপ্ন বয়ে আনা সম্ভাবনাময় তরুণদের জন্য একটি বড় মঞ্চ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.