আজ থেকে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে পর্ব শুরু করছে বাংলাদেশ। কলম্বোর রানা প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বুধবার (২ জুলাই) মুখোমুখি হচ্ছে দুই দল। টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে বাংলাদেশ এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, আর শ্রীলঙ্কা ঘরের মাঠে আত্মবিশ্বাসী হয়ে জয়ের ধারা ধরে রাখতে চাইছে।
এই সিরিজে বাংলাদেশের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ, যা ওয়ানডেতে তার আনুষ্ঠানিক অভিষেক। নতুন অধিনায়ক এবং কিছু তরুণ মুখ নিয়ে বাংলাদেশ শিবিরে এক ধরনের রদবদল চলছে। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমদের কাছ থেকে ভালো শুরুর প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট, আর মিডল অর্ডারে জাকের আলী অনিকরা বিবেচনায় থাকবেন। বোলিংয়ে নজর থাকবে রিশাদ হোসেন ও তাসকিন আহমেদের ওপর।
অন্যদিকে, শ্রীলঙ্কা পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো অভিজ্ঞ ও ফর্মে থাকা ক্রিকেটারদের নিয়ে পূর্ণ শক্তির দল নামাচ্ছে। অভিজ্ঞতা, কন্ডিশন ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আজকের ম্যাচে শ্রীলঙ্কাই ফেভারিট।
রানপ্রসবা প্রেমাদাসার উইকেটে ব্যাটিং তুলনামূলক সহজ হলেও পরে স্পিনাররা ভূমিকা রাখতে পারেন। বৃষ্টির সম্ভাবনা থাকায় টসও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্লেষকরা মনে করছেন, যে দল আগে ব্যাটিং করবে, তারা সুবিধাজনক অবস্থানে থাকবে।
বাংলাদেশের জন্য এই সিরিজ শুধু সিরিজ জেতার প্রশ্ন নয়, বরং নিজেদের নতুন পথচলার শুরু। তরুণদের আত্মপ্রকাশ, নতুন অধিনায়কের অভিজ্ঞতা আর ব্যর্থতা কাটিয়ে ওঠার মানসিকতা—সবকিছু মিলিয়ে আজকের ম্যাচ বাংলাদেশের জন্য এক ধরনের টার্নিং পয়েন্ট হতে পারে। কলম্বো টেস্টের পর টাইগার বাহিনী পূর্ণমাত্রায় অনুশীলন করেছে এবং এখন মাঠে তা প্রমাণের অপেক্ষা।