× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট স্টোকস

স্পোর্টস ডেস্ক।

০৫ জুলাই ২০২৫, ১৩:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। প্রথম ম্যাচ জিতে লিড নিয়েছে ইংলিশরা। এজবাস্টনে চলছে দুই দলের দ্বিতীয় ম্যাচ যার তৃতীয় দিনের খেলা হয়েছে গতকাল। আর শেষ বেলায় বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের এক সিদ্ধান্ত নিয়ে বেশ অসন্তুষ্ট হন স্বাগতিক অধিনায়ক বেন স্টোকস, যদিও সৈকতের সিদ্ধান্তই শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়েছে।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫৮৭ রানের বিশাল সংগ্রহ গড়েছিল ভারত। জবাবে ব্যাট করতে নামা ইংল্যান্ড শেষ পর্যন্ত অল আউট হওয়ার আগে করতে পারে ৪০৭ রান। বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নামে ভারত।

দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারে ইংলিশ পেসার জশ টাংয়ের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন যশ্বসী জয়সোয়াল। ইংলিশরা আবেদন করলে আউট দেন অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করা বাংলাদেশি আম্পায়ার সৈকত। এ সময় জয়সোয়ালকে বেশ দ্বিধাগ্রস্ত দেখায়।

শেষ পর্যন্ত অপরপাশে থাকা সতীর্থ লোকেশ রাহুলের সঙ্গে পরামর্শ করে তিনি রিভিয়ের সিদ্ধান্ত নেন। সৈকতও তা পাঠিয়ে দেন টিভি আম্পায়ারের কাছে। এ সময় দৌড়ে আসেন স্টোকস। তার মতে রিভিউ নেওয়ার ১৫ সেকেন্ড পেরিয়ে যাওয়ার পর রিভিউয়ের আবেদন করেন জয়সোয়াল। এ সময় শরফুদ্দৌলা তাঁকে জানান, সময়ের মধ্যেই জয়সোয়াল রিভিউ নিয়েছেন। তা মানতে নারাজ স্টোকস। এ সময় আম্পায়ারের সঙ্গে তর্ক করতে দেখা যায় স্টোকসকে।

এদিকে টিভি আম্পায়ার পর্যালোচনা করে দেখেন, সৈকতের সিদ্ধান্তই ঠিক আছে। আউট হয়েছেন জয়সোয়াল। ফলে ভারতের রিভিউ নষ্ট হয়। আর ইংল্যান্ডও পায় প্রথম উইকেটের দেখা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.