আগামী ১৩ আগস্ট ঢাকায় আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু যথাসময়ে হচ্ছে না সিরিজটি। এ বছর আগস্টের পরিবর্তে ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে ভারত।
নতুন এই সময়সূচি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মিলেই ঠিক করেছে।
শনিবার (৫ জুলাই) এক ইমেইল বার্তায় এই তথ্য জানিয়েছে বিসিবি।
ওই বার্তায় বিসিবি জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট সূচি পর্যালোচনা করে দুই দেশের ক্রিকেট বোর্ড ২০২৬ সালে সেপ্টেম্বরে সিরিজ আয়োজনে সম্মত হয়েছে। সিরিজের সূচি পরে ঠিক করা হবে।
সংবাদমাধ্যম বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানিয়েছিল, “রাজনৈতিক কারণে” ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফরে কেন্দ্রীয় সরকার সায় দিচ্ছিল না।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বিবিসি লিখেছিল, দিল্লি মনে করছে, ভারত ও বাংলাদেশের মধ্যে এখন যে ধরনের শীতল কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতে যে “বিরূপ মনোভাব” দেখা যাচ্ছে, তাতে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর কোনো ইতিবাচক বার্তা দেবে না।
ভারতের সংবাদমাধ্যম জানিয়েছিল, বাংলাদেশে নিরাপত্তার বিষয়টি নিয়েই বেশি চিন্তিত বিসিসিআই। এ জন্য তারা কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় আছে।