আসছে ডিসেম্বরে লিওনেল মেসির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ইন্টার মায়ামির। দুই পক্ষের মাঝে এরই মধ্যে নতুন চুক্তি নিয়ে চলছে আলোচনা। আর্জেন্টাইন অধিনায়ককে ধরে রাখতে মায়ামি চেষ্টার কমতি রাখছে না। বেইন স্পোর্টস, মার্কা সহ বেশ কিছু গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্রের ক্লাবটি নাকি মেসিকে নতুন চুক্তিতে রাজি করতে তার জাতীয় দলের সতীর্থ রদ্রিগো দি পলকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে।
যদিও দি পলকে পাওয়া মায়ামির জন্য বেশ কঠিন কাজই হবে। ২০২৬ সাল পর্যন্ত আতলেতিকো মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ আর্জেন্টাইন এই মিডফিল্ডার। তার মাঝে মেজর লিগ সকারের নিয়মের বেড়া জালে দি পলের মত তারকা ফুটবলারকে দলে টানা বেশ মুশকিল কাজই হবে মায়ামির জন্য।
তবে আশার খবর দিচ্ছে ইএসপিএন। সংবাদমাধ্যমটির সূত্র মতে, মায়ামির মালিকানায় থাকা জর্জ মাস এরই মধ্যে মাদ্রিদে গিয়েছেন দুই পক্ষের মাঝে আলোচনা চালিয়ে নিতে। তবে আলোচনার আলোর মুখ দেখলেও মায়ামিকে মেসি, জর্ডি আলবা, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটসদের মধ্যে যে কোনো একজনকে ছাড়তে হবে।
ইএসপিএন বলছে, সব বিবেচনায় দি পল রাজি হলে বুসকেটসের সঙ্গে নতুন চুক্তি করবে না মায়ামি। যদিও এরই মধ্যে দি পলের জন্য আতলেতিকো মাদ্রিদ নতুন চুক্তি প্রস্তুত করেছে। এছাড়া দলটির কোচ দিয়েগো সিমিওনের পরিকল্পনায় দি পল বেশ গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে যে তাকে মায়ামি পাচ্ছে না তা নিশ্চিত।
তবে ইএসপিএন বলছে মেসির সঙ্গে দি পলের সম্পর্কটাকে মায়ামি সুযোগ হিসেবে দেখছে। সেই সুযোগটাই তারা কাজে লাগাতে চাচ্ছে। তবে দি পল ছাড়াও আরও বেশ কয়েকজন ফুটবলার দলে ভেড়ানোর দিকে নজর দিচ্ছে মায়ামি