× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৪ বছর পর ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলবেন আর্চার

স্পোর্টস ডেস্ক।

০৯ জুলাই ২০২৫, ১৮:৪২ পিএম

ছবি: সংগৃহীত

এজবাস্টন টেস্টে ভারতের কাছে ৩৩৬ রানে হারের পর একাদশে পরিবর্তন আনলো ইংল্যান্ড। লর্ডসে বৃহস্পতিবার থেকে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। তার এক দিন আগেই একাদশ ঘোষণা করেছে ইংলিশরা।

ইংল্যান্ডের একাদশে একটাই পরিবর্তন এসেছে। পেসার জশ টাংয়ের বদলে একাদশে ফিরেছেন জোফরা আর্চার। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের বিপক্ষেই সর্বশেষ টেস্ট খেলেছিলেন আর্চার। তার পর চোট পান তিনি। আইপিএলের আগে চোট সারিয়ে ফিরলেও সেই টুর্নামেন্ট চলাকালীন আবার চোট পান আর্চার।

আইপিএলে পাওয়া চোট সারিয়ে প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। এজবাস্টনে দ্বিতীয় টেস্টের আগে দলে ফিরলেও খেলানো হয়নি তাকে। অবশেষে এবার একাদশে সুযোগ পেয়েছেন আর্চার।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছে, 'পাঁচ টেস্টের সিরিজের তৃতীয় টেস্টে জশ টাংয়ের বদলে নেওয়া হয়েছে সাসেক্সের পেসার আর্চারকে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের পর আবার ইংল্যান্ডের টেস্ট দলে ফিরলেন আর্চার। তিনি ইংল্যান্ডের হয়ে তার ১৪তম টেস্ট খেলতে নামবেন।'

ইংল্যান্ড একাদশ

জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার ও শোয়েব বশির।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.