× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশে না এলেও আগস্টে শ্রীলঙ্কা সফরে যেতে পারে ভারত

স্পোর্টস ডেস্ক।

০৯ জুলাই ২০২৫, ২১:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

আগামী আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইট-বল সিরিজ খেলতে পারে ভারত। যদিও এই সিরিজটি আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ নয়, তবে উভয় বোর্ডের হাতে এই সময়ে ফাঁকা সূচি থাকায় এমন সম্ভাবনা জোরালো হচ্ছে।

এর আগে আগস্টে বাংলাদেশের মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক অস্থিতিশীলতার কারণে সেই সিরিজটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নিয়ে যাওয়া হয়েছে। ফলে আগস্ট মাসে ভারতের সময়সূচিতে বড়সড় ফাঁকা তৈরি হয়েছে।

অন্যদিকে, জুলাই-আগস্ট সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। তবে সেটিও স্থগিত হয়েছে। এই অবস্থায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) চায়, এই সময়ে ভারতের মতো বড় দলের বিপক্ষে সিরিজ আয়োজন করতে। শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যম নিউজওয়্যার-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই এবং এসএলসি ইতোমধ্যেই তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে আলোচনা শুরু করেছে।

শ্রীলঙ্কা বর্তমানে ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে লঙ্কানরা। আগামী ১০ জুলাই শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যা শেষ হবে ১৬ জুলাই। এরপর আগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত শ্রীলঙ্কার তেমন কোনো আন্তর্জাতিক সিরিজ নেই। তখন তারা জিম্বাবুয়ে সফরে যাবে দুটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে।

অন্যদিকে, ভারতের টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ততা আগস্টের ৪ তারিখে শেষ হবে। বর্তমানে তারা ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। এরপর এশিয়া কাপ পর্যন্ত ভারতের আর কোনো সিরিজ নির্ধারিত নেই।

যদি এই সিরিজ চূড়ান্ত হয়, তাহলে আগস্টে ভারত শ্রীলঙ্কায় সফর করবে বলে ধারণা করা হচ্ছে। গত বছর দুই দল ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল। ওয়ানডে সিরিজে পূর্ণশক্তির ভারতীয় দলকে হারিয়েছিল শ্রীলঙ্কা, তবে টি-টোয়েন্টি সিরিজে জয়ী হয়েছিল ভারত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.