× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্বকাপে জায়গা করে ইতিহাস গড়লো ইতালি

স্পোর্টস ডেস্ক।

১২ জুলাই ২০২৫, ১৩:১৮ পিএম

ছবি: সংগৃহীত

ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব থেকে নেদারল্যান্ডসের সঙ্গী হয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে ইতালি। ফলে প্রথমবারের মতো ত্রিকেট বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে ইউরোপিয়ান দলটিকে।

স্কটল্যান্ডকে হারিয়ে যে সম্ভাবনা তৈরি করেছিল ইতালি, তা পূর্ণতা পেল বাছাইপর্বের শেষ ম্যাচে। নেদারল্যান্ডসের কাছে বড় ব্যবধানে হার এড়ালেই নিশ্চিত হতো আরাধ্যের বিশ্বকাপ। ৯ উইকেটে ম্যাচ হেরেও নেট রান রেটে এগিয়ে থাকায় তাই ২০২৬ এ ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো দেখা যাবে ইতালিয়ানদের।

এই টুর্নামেন্টের ১৫তম দল হিসেবে জায়গা নিশ্চিত করলো তারা। আফ্রিকা আর এশিয়া অঞ্চল থেকে এখনো স্লট ফাঁকা ৫টি। সেপ্টেম্বর-অক্টোবরে এই দুই মহাদেশ থেকে চূড়ান্ত হবে কারা খেলবে বিশ্বকাপ।  

২০ দলের দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনো আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করা হয়নি। সবশেষ আসরের সেরা সাতে শেষ করা বাংলাদেশ বাছাইপর্ব না খেলেই জায়গা পেয়েছে চূড়ান্ত পর্বে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.