× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাকিবের জন্য দরজা সবসময় খোলা : বিসিবি

স্পোর্টস ডেস্ক।

১২ জুলাই ২০২৫, ১৯:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের মাটিতে ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের। অনেক আগেই দেশের মাটিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তবে রাজনৈতিক উত্তেজনা ও বিক্ষোভের কারণে সেটিও আর সম্ভব হয়নি। সর্বশেষ ভারতের বিপক্ষে সিরিজ খেলার পর থেকেই জাতীয় দলের বাইরে এই বিশ্বসেরা অলরাউন্ডার।

তবে মাঝে মাঝেই সাকিবের ফেরা নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের। সম্প্রতি নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, সাকিবের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচকরা।

এবার সাকিব প্রসঙ্গে মুখ খুলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। তার ভাষায়,‘বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা। এখন সিদ্ধান্তটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর।’ তিনি আরও যোগ করেন,‘আগে কীভাবে চলত জানি না, তবে এখন বিসিবির বর্তমান সভাপতি পুরো দায়িত্ব দিয়েছেন ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের হাতে। তারাও বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে।’

এদিকে, জাতীয় দলের বাইরে থাকলেও সাকিব ব্যস্ত আছেন গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। দুবাই ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। ব্যাট হাতে হাফ সেঞ্চুরির পর বল হাতে নিয়েছেন ৪টি উইকেট। এই পারফরম্যান্সের পর থেকেই তার ফেরাকে ঘিরে আলোচনা আরও জোরালো হয়েছে।

তবে দ্বিতীয় ম্যাচে সেভাবে উজ্জ্বল হতে পারেননি সাকিব। অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হারিকেন্সের বিপক্ষে দুবাই ক্যাপিটালস প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৪১ রান। পাঁচ নম্বরে নেমে সাকিব করেন ১০ বলে ৭ রান, একটি ছক্কায়। বোলিং শুরুটাও করেছিলেন সাকিবই তবে বল হাতে এদিন কোন উইকেট পাননি তিনি। শেষ পর্যন্ত ৪ ওভারে দেন ৩৪ রান। ব্যাটে-বলে সাকিবের এমন নিষ্প্রভ পারফরম্যান্সের দিন তার দল দুবাই ম্যাচটি হারে ৭ উইকেটে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.