নারী অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে প্রথমবার অংশ নিয়েই সাফল্য পেয়েছে বাংলাদেশ। তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশের মেয়েরা।
আজ রোববার সকালে চীনের দাজহুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে এই অর্জন নিশ্চিত করেছে বাংলাদেশ। হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার।
মেয়েদের মতো পদক জয়ের সুযোগ ছিল ছেলেদের সামনেও। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৫-২ গোলে হেরে পুরুষ হকি দল হয়েছে চতুর্থ। এর আগে হংকংকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি সেমিফাইনালে জাপানের কাছে ৬–৪ গোলে হারে।
গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা জাপানের কাছে ১১-০ ব্যবধানে হারে। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায়। এরপর একই ব্যবধানে হংকংকে হারিয়ে জায়গা করে নিয়েছিল শেষ চারে।
ফাইনালে ওঠার পথে প্রথমে চীনের কাছে ৯-০ গোলে হার, এরপর কাজাখস্তানের সঙ্গে ২-২ ড্র করে বাংলাদেশের মেয়েরা।
যে কাজাখস্তানের সঙ্গে ড্র করেছিল, তাদেরকে সহজে হারিয়ে শেষ পর্যন্ত তৃতীয় হতে পেরেছে বাংলাদেশ।