ক্যারিয়ারের গোধূলিলগ্নেও একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইটা থামছে না। কখনো ক্রিস্টিয়ানো রোনালদো আবার কখনো লিওনেল মেসি এগিয়ে যাচ্ছেন। সেই লড়াইয়ে এবার নন পেনাল্টি গোলে ৪০ বছর বয়সী রোনালদোকে পেছনে ফেলেছেন মেসি।
একুশ শতকের খেলোয়াড়দের মধ্যে ৭৬৪ গোল নিয়ে এখন তালিকার শীর্ষে মেসি।
আটবারের ব্যালন ডি’অরের ক্যারিয়ার গোল ৮৭৪টি। রোনালদোর ক্যারিয়ার গোল ৮৩৮। এর মধ্যে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পেনাল্টিবিহীন গোল করেছেন ৭৬৩টি। রেকর্ড ভাঙতে সিআর সেভেনের থেকে ১৬৭ ম্যাচ কম খেলেছেন এলএম টেন।
মেসি-রোনালদোর পরে শীর্ষ পাঁচের বাকি তিন হচ্ছেন-রবার্ট লেভানডফস্কি (৬১৫), লুইস সুয়ারেজ (৫৩৭) ও জ্বলাতন ইব্রাহিমোভিচ (৪৮৮)।
রোনালদোকে পেছনে ফেলার দিনে রেড বুলসের বিপক্ষে জোড়া গোল করেছেন মেসি। তার জোড়া গোলের ম্যাচে প্রতিপক্ষের বিপক্ষে ৫-১ ব্যবধানের জয় পেয়েছে ইন্টার মায়ামি। এ নিয়ে মেজর লিগ সকারে খেলা সর্বশেষ ৭ ম্যাচের মধ্যে ৬টিতে জোড়া গোল করেছেন মেসি।
শুধু ষষ্ঠ ম্যাচেই গোলের দেখা পাননি ৩৮ বছর বয়সী প্লে মেকার।