× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জিম্বাবুয়ের হ্যাটট্রিক হার, ফাইনালে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক।

২০ জুলাই ২০২৫, ২১:২৫ পিএম

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে হারেরর হ্যাটট্রিক করেছে জিম্বাবুয়ে। হ্যাটট্রিক হারটি এসেছে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ৭ উইকেটের পরাজয়ে টি-টোয়েন্টির টুর্নামেন্টটির ফাইনাল থেকেও ছিটকে গেছে স্বাগতিকরা।

আজকের আগে উদ্বোধনী ম্যাচেও জিম্বাবুয়েকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

হারারেতে সেদিন ৫ উইকেটের জয় পেয়েছিল প্রোটিয়ারা। আজ ১৪৫ রানের লক্ষ্য ১৬ বল হাতে রেখে স্পর্শ করে অধিনায়ক রাসি ফন ডার ডুসেনের দল।

জয়ে সামনে থেকে নেতৃত্বও দিয়েছেন ডুসেন। অপরাজিত ৫২ রানের ইনিংস খেলেছেন তিনি।

জয়ের আগে অবশ্য শুরুটা ভালো ছিল না প্রোটিয়াদের। কেননা দলীয় ২২ রানে দুই ওপেনার লুহান-ড্রে প্রিটোরিয়াস (৪) ও রিজা হেনড্রিকস (৬) সাজঘরে ফেরেন। সেখান থেকে তৃতীয় উইকেটে রুবিন হেরম্যানের সঙ্গে ১০৬ রানের জুটি গড়ে জয়ের কাজটা প্রায় সারেন ডুসেন।

তবে জয়ের জন্য যখন ১৭ রান প্রয়োজন ঠিক তখনই সাজঘরে ফেরেন রুবিন।

এতে করে সতীর্থর সঙ্গে ম্যাচ শেষ করা আর হয়নি ডুসেনের। মাঠ ছাড়ার আগে ১৭৫.০০ স্ট্রাইক রেটে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। পরে দেওয়াল্ড ব্রেভিসকে সঙ্গী করে জয়ের বাকি কাজ সারেন ডুসেন। ১৩ রানে অপরাজিত থাকেন ব্রেভিস।

এর আগে ব্রায়ান বেনেটের ফিফটিতে ১৪৪ রানের সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে।

৭ চার ও ৩ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলেন জিম্বাবুয়ের ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন অপরাজিত ব্যাটার রায়ান বার্ল। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন করবিন বস।

জিম্বাবুয়ে হেরে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে। দুই দলের পয়েন্ট বর্তমানে ৪। তবে প্রোটিয়াদের তিন ম্যাচের বিপরীতে এক ম্যাচ কম খেলেছে কিউইরা। অন্যদিকে জিম্বাবুয়ে কোনো ম্যাচই জিততে পারেনি। ত্রিদেশীয় সিরিজটির ফাইনাল হবে আগামী ২৬ জুলাই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.