× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাবার প্রথম বলেই ছক্কা হাঁকাল ছেলে

স্পোর্টস ডেস্ক।

২৩ জুলাই ২০২৫, ১৮:১২ পিএম

ছবি: সংগৃহীত

ছেলের কাছে হার মানাকে অনেক বাবা-ই মনে করেন জীবনের এক অন্য রকম জয়। মোহাম্মদ নবী কী তেমনটাই ভাবেন? তা জানা না গেলেও, ক্রিকেট মাঠে ছেলের করা এক কাজ নিয়ে নিশ্চয়ই গর্ব অনুভব করেছেন তিনি।

গত শনিবার আফগানিস্তানে শুরু হওয়া ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শপাগিজা ক্রিকেট লিগে দেখা গেল ব্যতিক্রমী এক মুহূর্ত একই ম্যাচে মুখোমুখি হলেন বাবা-ছেলে। মিস আইনাক নাইটসের হয়ে খেললেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী, বিপরীতে আমো শার্কসের হয়ে মাঠে নামেন তার ছেলে হাসান ইসাখিল।

কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রীতিমতো নাটকীয় এক দৃশ্যের জন্ম দেন ১৮ বছর বয়সী ইসাখিল। ব্যাটিংয়ে থাকা অবস্থায় নিজের বাবার করা প্রথম বলেই বিশাল এক ছক্কা হাঁকান তিনি! নবী বল করেছিলেন রাউন্ড দ্য উইকেট থেকে, আর ইসাখিল সুযোগ বুঝে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে পাঠিয়ে দেন বল সীমানার বাইরে।

ভিডিওতে দেখা যায়, ছক্কা খাওয়ার পর কিছুটা বিস্ময়ে ছেলের দিকে তাকিয়ে থাকেন নবী। অন্যদিকে চুইংগাম চিবোতে থাকা ইসাখিল ছিলেন দারুণ নির্লিপ্ত, যেন বাবাকে সামনেই পাচ্ছেন না! হেসে কিছুটা কথা বলেন অপর প্রান্তের ব্যাটসম্যান শহীদউল্লাহ কামালের সঙ্গে।

মজার এই মুহূর্ত নিয়ে ধারাভাষ্যকার মন্তব্য করেন, ‘মোহাম্মদ নবীকে স্বাগত জানানোর জন্য এর চেয়ে ভালো উপায় আর কী হতে পারে!’ আরেকজন বলেন, ‘এই ছেলে কিন্তু মোটেও ভদ্রতা দেখাল না। বাবার প্রথম বলেই এমন ছক্কা!’

নবী ওই এক ওভারেই বল করেন, দেন ১২ রান। ছেলের কাছে ছক্কা খেলেও শেষ হাসি হেসেছেন তিনিই। তার দল মিস আইনাক নাইটস ৫ উইকেটে জিতে নেয় ম্যাচ। ছেলের দল আমো শার্কস ১৬২ রানে অলআউট হওয়ার পর ৩ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে নবীর দল। শেষ দিকে ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছান নবী নিজেই।

ছেলে ইসাখিল অবশ্য নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন ব্যাট হাতে। করেছেন ৫২ রান। তবে তার আউট হওয়ার পর দ্রুত ভেঙে পড়ে দলের ব্যাটিং।

ঘরোয়া ক্রিকেটে ইসাখিলের শুরুটা বেশ উজ্জ্বল। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম চার ম্যাচে দুটি সেঞ্চুরি করেছেন, টি-টোয়েন্টিতে করেছেন চারটি ফিফটি। জাতীয় দলের নির্বাচকদের নজরে পড়লে খুব শিগগিরই দেখা যেতে পারে তাকে আন্তর্জাতিক মঞ্চে।

আর সেই অপেক্ষাতেই আছেন মোহাম্মদ নবী চেয়েছেন ছেলের সঙ্গে একসঙ্গে দেশের প্রতিনিধিত্ব করতে। একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে বাবা–ছেলের খেলা এক বিরল দৃশ্য হবে নিঃসন্দেহে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.