× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিষিদ্ধ হওয়ার পর মেসির প্রতিক্রিয়া, ক্লাবও দিল জোরালো বার্তা

স্পোর্টস ডেস্ক।

২৬ জুলাই ২০২৫, ১২:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ার শাস্তি হিসেবে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন লিওনেল মেসি ও জর্দি আলবা। আর তাতেই চরম ক্ষুব্ধ ইন্টার মায়ামি ও ক্লাবটির সহ-মালিক হোর্হে মাস। এই শাস্তিকে তিনি আখ্যা দিয়েছেন ‘অত্যন্ত কঠোর’ এবং ‘অযৌক্তিক’ বলে।

শুক্রবার সংবাদ সম্মেলনে হোর্হে মাস জানান, ‘লিওনেল মেসি অত্যন্ত হতাশ, আমরাও ক্লাব হিসেবে খুব হতাশ। ও খেলতে চেয়েছিল, জয় পেতে চেয়েছিল। ও এখানে এসেছে খেলতে, জয় আনতে সার্কাসের পশু হিসেবে নাচতে নয়।’

অল-স্টার না খেললে এক ম্যাচে নিষেধাজ্ঞা কেন?

এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি অল-স্টার ম্যাচে অংশ না নেন এবং তার জন্য লিগ কর্তৃপক্ষের অনুমতি না থাকে, তবে পরবর্তী ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন না। সেই নিয়মেই আগামী শনিবার ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না মেসি ও আলবা।

ক্লাবের ব্যাখ্যা: শারীরিক চাপ বেশি

হোর্হে মাস জানালেন, এই সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ ক্লাবের, খেলোয়াড়দের নয়। গত ৩৬ দিনে মায়ামি নয়টি ম্যাচ খেলেছে কনকাকাফ চ্যাম্পিয়নস লিগ, এমএলএস, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং সামনে রয়েছে লিগস কাপ। এই পরিস্থিতিতে অল-স্টার ম্যাচে মেসি-আলবাকে খেলানো স্বাস্থ্যঝুঁকি তৈরি করত।

‘আমরা আগেই লিগকে জানিয়ে দিয়েছিলাম যে ওরা খেলবে না। সিদ্ধান্তটা পুরোপুরি আমাদের। ওরা ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ীই চলেছে,’ বলেন মাস।

ভবিষ্যতে একই হলে? একই সিদ্ধান্ত

এই শাস্তি ভবিষ্যতে মেসির লিগে থাকার ইচ্ছায় প্রভাব ফেলতে পারে কিনা, এমন প্রশ্নে মাস বলেন, ‘সংক্ষিপ্ত মেয়াদে কিছুটা প্রভাব পড়তেই পারে। তবে আমরা আশা করি, মেসি ও আলবার লিগ নিয়ে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি এতে বদলাবে না।’

এদিকে এমএলএস কমিশনার ডন গারবারও ইঙ্গিত দিয়েছেন যে এই নিয়ম পুনর্বিবেচনা করা হতে পারে।

নিষিদ্ধ হওয়ার পর মেসির প্রতিক্রিয়া, ক্লাবও দিল জোরালো বার্তা
মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ার শাস্তি হিসেবে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন লিওনেল মেসি ও জর্দি আলবা। আর তাতেই চরম ক্ষুব্ধ ইন্টার মায়ামি ও ক্লাবটির সহ-মালিক হোর্হে মাস। এই শাস্তিকে তিনি আখ্যা দিয়েছেন ‘অত্যন্ত কঠোর’ এবং ‘অযৌক্তিক’ বলে।
শুক্রবার সংবাদ সম্মেলনে হোর্হে মাস জানান, ‘লিওনেল মেসি অত্যন্ত হতাশ, আমরাও ক্লাব হিসেবে খুব হতাশ। ও খেলতে চেয়েছিল, জয় পেতে চেয়েছিল। ও এখানে এসেছে খেলতে, জয় আনতে সার্কাসের পশু হিসেবে নাচতে নয়।’
 
অল-স্টার না খেললে এক ম্যাচে নিষেধাজ্ঞা কেন?
এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি অল-স্টার ম্যাচে অংশ না নেন এবং তার জন্য লিগ কর্তৃপক্ষের অনুমতি না থাকে, তবে পরবর্তী ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন না। সেই নিয়মেই আগামী শনিবার ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না মেসি ও আলবা।

ক্লাবের ব্যাখ্যা: শারীরিক চাপ বেশি
হোর্হে মাস জানালেন, এই সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ ক্লাবের, খেলোয়াড়দের নয়। গত ৩৬ দিনে মায়ামি নয়টি ম্যাচ খেলেছে কনকাকাফ চ্যাম্পিয়নস লিগ, এমএলএস, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং সামনে রয়েছে লিগস কাপ। এই পরিস্থিতিতে অল-স্টার ম্যাচে মেসি-আলবাকে খেলানো স্বাস্থ্যঝুঁকি তৈরি করত।
‘আমরা আগেই লিগকে জানিয়ে দিয়েছিলাম যে ওরা খেলবে না। সিদ্ধান্তটা পুরোপুরি আমাদের। ওরা ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ীই চলেছে,’ বলেন মাস।

ভবিষ্যতে একই হলে? একই সিদ্ধান্ত
এই শাস্তি ভবিষ্যতে মেসির লিগে থাকার ইচ্ছায় প্রভাব ফেলতে পারে কিনা, এমন প্রশ্নে মাস বলেন, ‘সংক্ষিপ্ত মেয়াদে কিছুটা প্রভাব পড়তেই পারে। তবে আমরা আশা করি, মেসি ও আলবার লিগ নিয়ে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি এতে বদলাবে না।’
এদিকে এমএলএস কমিশনার ডন গারবারও ইঙ্গিত দিয়েছেন যে এই নিয়ম পুনর্বিবেচনা করা হতে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.