সময়টা ভালো যাচ্ছে না নিতিশ কুমার রেড্ডির। বাঁ পায়ের চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। পুনর্বাসনের জন্য তাই দেশে ফিরেছেন ভারতীয় অলরাউন্ডার।
তবে দেশে ফিরে স্বস্তি পেলেন কই! উল্টো দুঃসংবাদ শুনেছেন নিতীশ।
৫ কোটি রুপি বকেয়া পরিশোধ না করায় তার বিরুদ্ধে মামলা করেছে স্কয়ার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেড নামক এক প্রতিষ্ঠান। বেঙ্গালুরুভিত্তিক প্রতিভা ব্যবস্থাপনা সংস্থার মামলার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। দেশটির আরেক সংবাদ মাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, বিস্তারিত কিছু না জানালেও মামলার বিষয়টি স্বীকার করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক শিব ধাওয়ান।
সালিশী ও মীমাংসা আইন ১৯৯৬-এর ১১ (৬) ধারা অনুসারে দিল্লি হাইকোর্টে পিটিশন মামলাটি করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, তিন বছরের চুক্তিতে থাকায় প্রতিষ্ঠানটির সামাজিক মাধ্যমের প্রচারকাজে নিয়মিত অংশ নিতেন নিতিশ। কিন্তু গত বছরের ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানটির কোনো প্রচারণায় অংশ নিচ্ছেন না। সঙ্গে হঠাৎ করেই বোর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালীন সংস্থাটির সঙ্গে চুক্তি বাতিল করেন তিনি। আগামীকালই মামলার শুনানি হবে।