× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অলিম্পিকে নাম দেয়নি বাফুফে

স্পোর্টস ডেস্ক।

২৮ জুলাই ২০২৫, ১৫:১৯ পিএম

ছবি: সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। আগামী পরশু দিন বিওএ’র বার্ষিক সাধারণ সভা। সেই সভার জন্য অলিম্পিক ডিসিপ্লিনের ২৪ ফেডারেশন দু’জন করে ও নন অলিম্পিক ৩ ফেডারেশন এক জন করে তাদের প্রতিনিধির নাম বিওএ’তে পাঠিয়েছে। বিওএ অধিভুক্ত ফেডারেশনগুলোর মধ্যে শুধু বাফুফে তাদের প্রতিনিধির নাম পাঠায়নি।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ওয়েবসাইটে গতকাল এজিএমের জন্য কাউন্সিলর তালিকা প্রকাশ হয়েছে। সেখানে বাফুফের পাশের ঘর শূন্য। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এবিএম শেফাউল কবীর বাফুফের বিষয়ে বলেন,‘বিওএ নির্দেশনা অনুসারে নাম প্রেরণ করলে আমরা গ্রহণ করব।’ 

কাউন্সিলর প্রেরণের ক্ষেত্রে ফেডারেশনগুলোর প্রতি বিওএ’র নির্দেশনা হচ্ছে নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্তের মাধ্যমে প্রেরণ। বাফুফে সম্প্রতি নির্বাহী সভা আয়োজন করেনি। আজ-কালের মধ্যেও করার কোনো ঘোষণা নেই। বাফুফে সূত্রের খবর, এই এজিএমে বাফুফে কোনো প্রতিনিধির নাম দিতে ইচ্ছুক নয়। সামনে বিওএ নির্বাচনের সময় তাদের প্রতিনিধির নাম প্রেরণ করবে। 

বিওএ’তে ক্রিকেট বোর্ডের একটি কাউন্সিলরশিপ ছিল এতদিন। কারণ ক্রিকেট নন অলিম্পিক ডিসিপ্লিন। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তি হওয়ায় আগামী পরশু এজিএমে অলিম্পিক ডিসিপ্লিন হিসেবে ক্রিকেট বোর্ড দু’টি কাউন্সিলরশিপ পেয়েছে অন্য অলিম্পিক ডিসিপ্লিন ফেডারেশনের মতো। বিওএ’তে ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম। অন্য ফেডারেশনগুলো থেকে সভাপতি, সাধারণ সম্পাদকের নামই বেশি এসেছে কাউন্সিলর থেকে। সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু তায়কোয়ান্দো ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে অলিম্পিকে কাউন্সিলর হয়েছেন। 

ফেডারেশনগুলোর মধ্যে শুধু বাফুফে নাম পাঠায়নি। আট বিভাগীয় ক্রীড়া সংস্থার মধ্যে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ থেকে নাম এসেছে। ঢাকা বিভাগ থেকে সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও সাবেক ক্রিকেটার নেয়ামুর রশীদ রাহুলের নাম এসেছে। পাঁচ বিভাগ থেকে কোনো নাম আসেনি। কিছু বিভাগে অবশ্য স্বীকৃতি কমিটিও নেই। 

গতকাল প্রকাশিত বিওএ’র কাউন্সিলর তালিকায় রয়েছেন ৮২ জন। গঠনতন্ত্রে দুই জন অলিম্পিয়ানকে কাউন্সিলরের বিধান থাকলেও সাম্প্রতিক সময়ে সেটা অনুসরণ করতে দেখা যায়নি। এবার গঠনতন্ত্র অনুসরণ করে দুই স্প্রিন্টার শিরিন আক্তার ও শুটার আব্দুল্লাহ হেল বাকীকে কাউন্সিলর করা হয়েছে। অ্যাথলেট কমিশন থেকে সাবেক অ্যাথলেট ফরহাদ জেসমিন লিটি ও গলফার সিদ্দিকুর রহমান কাউন্সিলর মনোনীত হয়েছেন।

বিওএ সভাপতির কোটায় কাউন্সিলর হয়েছেন বর্তমান কমিটির সহ-সভাপতি অঞ্জন চৌধুরি পিন্টু, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সানাউল হক (অব), জোবায়েদুর রহমান ও মেজর ইমরোজ আহমেদ (অব)। জোবায়েদুর রহমান রানা বিওএ নির্বাহী কমিটির সাবেক সদস্য। রানা এবং ইমরোজ ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটি এবং বিওএ গঠনতন্ত্র সংস্কার কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন সম্প্রতি।

পেট্রোন কোটায় কাউন্সিলর হয়েছেন আরচ্যারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, গিনেস বুক ওয়ার্ল্ডে নাম লেখানো সাবেক টিটি তারকা জোবেরা রহমান লিনু। এদের সঙ্গে রয়েছেন সাখওয়াত হোসেন ও মোখলেসুর রহমান-এরা ক্রীড়াঙ্গনে তেমন পরিচিত ব্যক্তিত্ব নন। 

ইমিডিয়েট পাস্ট সেক্রেটারি জেনারেল হিসেবে এবার কাউন্সিলর হয়েছেন সাবেক মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ। যিনি সৈয়দ শাহেদ রেজার আগে মহাসচিব ছিলেন। বিগত এজিএমগুলোতে বর্তমান মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ইমিডিয়েট পাস্ট সেক্রেটারি জেনারেল হিসেবে কাউন্সিলর ছিলেন। এবার সেটা পরিবর্তন হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.