ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের (ডব্লিউসিএল) সেমিফাইনালে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা থাকলেও রাজনৈতিক উত্তেজনা এবং পেহেলগাম হামলার প্রেক্ষাপট ম্যাচটির ভাগ্য অনিশ্চিত করে তুলেছে।
এ বছরের শুরুতে পেহেলগামে ঘটে যাওয়া হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কয়েকজন ভারতীয় ক্রিকেটার, যেমন শিখর ধাওয়ান, হরভজন সিং, সুরেশ রায়না, ইরফান ও ইউসুফ পাঠান প্রকাশ্যে পাকিস্তানের বিপক্ষে না খেলার কথা জানিয়ে দেন। ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি ঘোষণা করেন যে, তিনি এই ম্যাচ খেলবেন না এবং আয়োজকদের কাছে একটি চিঠিও পাঠান।
গ্রুপ পর্বে ম্যাচ বাতিলের কারণে উভয় দলকেই এক পয়েন্ট করে দেওয়া হলেও পাকিস্তান এ সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। তাদের দাবি ছিল, ভারত আপত্তি জানিয়ে ম্যাচ না খেলায় পাকিস্তানের পূর্ণ পয়েন্ট পাওয়া উচিত। তবে আয়োজকরা জানায়, ইংল্যান্ড বোর্ডকে আগেই ম্যাচ বাতিলের কথা জানানো হয়েছিল এবং ভারত পয়েন্ট ভাগাভাগিতে সম্মত ছিল।
এদিকে, সেমিফাইনালকে ঘিরে নতুন করে বিতর্কের সূত্রপাত হয় যখন অন্যতম স্পন্সর ‘এজমাইট্রিপ’ তাদের সহযোগিতা প্রত্যাহার করে নেয়।
তারা সেমিফাইনাল ম্যাচে অংশগ্রহণ বা স্পন্সরশিপ করবে না বলে জানিয়ে দেয়। প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা নিশান্ত পিত্তি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সন্ত্রাস আর ক্রিকেট একসাথে চলতে পারে না। আমরা ভারতের পাশে আছি এবং এমন কোনো ইভেন্টের অংশ হব না যা সন্ত্রাসবাদের সমর্থনকারী দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে। এই সিদ্ধান্ত ব্যবসায়িক নয়, জাতীয় বিবেক থেকে নেওয়া।
অন্যদিকে, ডব্লিউসিএল আয়োজকরা এখনো সেমিফাইনাল ম্যাচের ভবিষ্যত নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।
গ্রুপ পর্বে ভারত এক জয়, তিন হার ও একটি ম্যাচ বাতিল নিয়ে পযেন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে পাকিস্তান চার জয় ও একটি বাতিল ম্যাচ নিয়ে শীর্ষে অবস্থান করছে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রথম ও চতুর্থ দল সেমিফাইনালে মুখোমুখি হবে, ফলে ভারত-পাকিস্তান সেমিফাইনাল হওয়ার কথা থাকলেও ম্যাচটি আদৌ অনুষ্ঠিত হবে কি না তা এখনো অনিশ্চিত।