× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রোমাঞ্চকর সিরিজ জিতল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক।

০৪ আগস্ট ২০২৫, ১১:২৯ এএম

ছবি: সংগৃহীত

বিদেশের মাটিতে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান। সোমবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ব্রাওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবীয়দের ১৩ রানে হারিয়েছে তারা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের জুটিতে ভর করে ৪ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। পাঁচ ছক্কা ও তিন চারে ফারহান ৫৩ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

আইয়ুব খেলেন ৪৯ বলে ৬৬ রানের দারুণ ইনিংস, যার মধ্যে ছিল দুটি ছক্কা ও চারটি চার। শেষ দিকে হাসান নেওয়াজ (১৫) ও মোহাম্মদ হারিস (২) দ্রুত বিদায় নিলেও খুশদিল ও ফাহিম আশরাফের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে শক্ত ভিত্তি পায় পাকিস্তান।

জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা ভালো করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। জুয়েল অ্যান্ড্রু ২৪ রানে বিদায় নেন হারিস রউফের বলে।

অধিনায়ক শাই হোপ ৭ রানে আউট হলে ক্যারিবীয়দের রান তোলার গতি কমে যায়। আলিক আথানাজে লড়াই চালালেও ৬০ রানে থামেন সাইম আইয়ুবের বলে ক্যাচ দিয়ে।

শেষ দিকে শেরফেন রাদারফোর্ড হাফসেঞ্চুরি  করে লড়াই চালালেও ৫১ রানে বিদায় নিলে আর ম্যাচে ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রানেই থেমে যায় তাদের ইনিংস।

এই জয়ের ফলে পরপর দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারের তিক্ততা পেল ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে বিদেশের মাটিতে দারুণ লড়াই করে পাকিস্তান উদযাপন করল এক স্মরণীয় সিরিজ জয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.