× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ফিরছেন তামিম-মুশফিক-রিয়াদ

স্পোর্টস ডেস্ক।

০৭ আগস্ট ২০২৫, ১৮:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় দাঁড়িয়ে তারা তিনজন। এখন ক্রিকেটে একেবারেই অনিয়মিত। অবশেষে তাদের ফের পথ তৈরি হয়েছে। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল ফিরছেন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসরে অংশ নেবেন এই তিন অভিজ্ঞ ক্রিকেটার।

আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খানএনসিএলের এবারের আসরের আনুষ্ঠানিক সূচি এখনো প্রকাশ করা হয়নি। তবে বলা হচ্ছে টুর্নামেন্ট শুরু হতে পারে ১৫ সেপ্টেম্বর। ফাইনাল ৪ অক্টোবর। আগের বছরের মতো এবারও আটটি বিভাগীয় দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। গত বছর এনসিএল টি-টোয়েন্টি প্রথমবারের মতো আইসিসির কাছ থেকে প্রথম শ্রেণির টি-টোয়েন্টি প্রতিযোগিতার স্বীকৃতি পেয়েছিল।

জাতীয় দলের একাংশ তখন ব্যস্ত থাকবে এশিয়া কাপ খেলতে। এ কারণেই তরুণ খেলোয়াড়দের জন্য থাকবে নিজেদের প্রমাণের সুযোগ। তবে অভিজ্ঞদের মধ্যে তামিম, মুশফিক ও রিয়াদকে মাঠে দেখা যাবে।

আকরাম খান বললেন, ‘আশা করছি, ওরা তিনজনই খেলবে। তামিমের সাথে কথা হয়েছে, সে খেলবে। মুশফিক সম্ভবত সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদের এখনো এভাবে কিছু বলেনি, তবে অবশ্যই সেও খেলবে। খেলা উচিত।’

তামিম ইকবাল চলতি বছরের শুরুতে শারীরিক সমস্যায় ভুগলেও এখন সুস্থ হয়ে ফিরতে প্রস্তুত। আকরাম খান জানিয়েছেন, তামিম খেলতে আগ্রহী এবং তার সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে। মুশফিক তার নিজ বিভাগ রাজশাহীর হয়ে না খেলে সিলেট বিভাগের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। মাহমুদউল্লাহ রিয়াদের বিষয়ে সরাসরি কথা না হলেও তাকে মিরপুরে নিয়মিত অনুশীলনে দেখা গেছে।

গতবারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর বিভাগ। টি-টোয়েন্টি ফরম্যাটের লড়াইয়ে এবার থাকবে নতুনত্ব। এনসিএল টি-টোয়েন্টি দিবা-রাত্রিতে অনুষ্ঠিত হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.