× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক লাফে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক।

০৭ আগস্ট ২০২৫, ১৮:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

মিয়ানমারে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে অনন্য সাফল্যের রেশ এবার মিলল ফিফা র‍্যাঙ্কিংয়েও। নারী ফুটবলের সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে বাংলাদেশ এখন বিশ্বের ১০৪ নম্বর দল।

আজ (বৃহস্পতিবার) প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ৮০.৫১, যা এই আপডেটের মধ্যে সবচেয়ে বেশি। বর্তমানে বাংলাদেশের সংগ্রহ ১১৭৯.৮৭ রেটিং পয়েন্ট।

গত জুনে মিয়ানমার সফরের আগে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে ছিল বাংলাদেশ। সেখানে ২৯ জুন ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে হারানোর পর ২ জুলাই ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় পিটার বাটলারের দল। সেই ঐতিহাসিক জয়েরই পুরস্কার মিলেছে এবার র‍্যাঙ্কিংয়ে।

এর আগে নারী ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ১০০ নম্বর স্থানে উঠেছিল বাংলাদেশ, ২০১৩ এবং ২০১৭ সালে (১৫ ডিসেম্বর)।
এবারও সেখানেই প্রায় পৌঁছে গেল সাবিনা-কৃষ্ণারা।

এদিকে বাংলাদেশের বিপক্ষে হেরে বড় ধস নেমেছে বাহরাইনের র‍্যাঙ্কিংয়ে—তারা পিছিয়েছে ১৯ ধাপ, এখন অবস্থান ১১১ নম্বরে। মিয়ানমার পিছিয়েছে এক ধাপ, নেমেছে ৫৬তম স্থানে।

এদিকে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ তিনেও এসেছে বড় রদবদল।

ইউরোয় রানার্স আপ হয়েও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে স্পেন। শীর্ষস্থান হারিয়ে যুক্তরাষ্ট্র নেমেছে দ্বিতীয়তে। সুইডেন তিন ধাপ এগিয়ে এখন তিনে। অন্যদিকে কোপা আমেরিকা জয়ী ব্রাজিল চার নম্বর থেকে নেমে গেছে সাত নম্বরে। আর্জেন্টিনার অবস্থান ৩০তম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.