× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্যালন ডি’অরকে ‘মনগড়া’ বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক।

০৯ আগস্ট ২০২৫, ১৫:৩০ পিএম

ছবি: সংগৃহীত

ভিনিসিয়ুস জুনিয়রের বদলে রদ্রি ২০২৪ সালের ব্যালন ডি’অর জেতায় বেজায় চটেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী পর্তুগিজ মহাতারকা তখন বলেছিলেন এই পুরস্কারের ‘কোনো বিশ্বাসযোগ্যতা নেই’। এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা না পেয়ে আবারও পুরস্কারটির সমালোচনা করলেন পর্তুগিজ মহাতারকা।

সম্প্রতি ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে, যাতে টানা দ্বিতীয়বারের মতো জায়গা হয়নি রোনালদোর। পাশাপাশি এবারের তালিকায় নেই তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ও আটবারের বিজয়ী লিওনেল মেসির নাম। এরপর মেসি নীরব থাকলেও আয়োজক সংস্থা ‘ফ্রান্স ফুটবল’-এর বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছেন সৌদি ক্লাব আল নাসরের এই পর্তুগিজ তারকা।

বিপিএল আয়োজনের দৌড়ে এগিয়ে ভারত ও ইংল্যান্ডের দুই প্রতিষ্ঠানবিপিএল আয়োজনের দৌড়ে এগিয়ে ভারত ও ইংল্যান্ডের দুই প্রতিষ্ঠান

২২ বছর পর দ্বিতীয়বারের মতো মনোনীতদের বাইরে থাকলেন মেসি ও রোনালদো। আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠান। গতকাল এক প্রীতি ম্যাচে পর্তুগালের ক্লাব রিও আবেকের বিপক্ষে আল নাসরের ৪–০ গোলের জয়ে হ্যাটট্রিক করেন রোনালদো। ম্যাচ শেষে ‘স্পোর্ট টিভি পর্তুগাল’-এর এক প্রশ্নে ব্যালন ডি’অর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে এটা মনগড়া লাগে।’

উল্লেখ্য, ব্যালন ডি’অর মনোনয়ন না পেলেও ২০২৪–২৫ মৌসুমে রোনালদোর ক্লাবের হয়ে করেছেন ৩৫ গোল। জাতীয় দলের হয়ে ৮ গোলের পাশপাশি জিতেছেন নেশনস লিগের শিরোপা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.