× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোরিয়ার বিপক্ষে লিড নিয়েও বড় ব্যবধানে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক।

১০ আগস্ট ২০২৫, ১৭:৫০ পিএম

ছবি: সংগৃহীত

প্রথমার্ধে দারুণ লড়াই করে সমতা ধরে রেখেছিল বাংলাদেশ। কিন্তু এরপরই সব শেষ! শেষ পর্যন্ত এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের দুইবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার সামনে ভেঙে পড়ে মেয়েরা।

লাওস জাতীয় স্টেডিয়ামে আজ রোববার ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে ১-৬ গোলের বড় ব্যবধানে হারল পিটার জেমস বাটলারের দল।

বাংলাদেশের জন্য ম্যাচের শুরুটা ছিল আশাব্যঞ্জক। ১৫তম মিনিটে শান্তি মার্দির পাস থেকে তৃষ্ণা রানীর আলতো স্পর্শে এগিয়ে যায় দল। তবে মাত্র চার মিনিট পরই সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া, লি হায়েউনের সহজ ফিনিশিংয়ে। প্রথমার্ধে স্বর্ণা রানী মন্ডলের একাধিক সেভে বিরতিতে ১-১ অবস্থায় থাকে খেলা।

বিরতির পরই ম্যাচের চিত্র পাল্টে যায়। ৪৬তম মিনিটে চো হেইওং দক্ষিণ কোরিয়াকে এগিয়ে দেন। ৬০তম মিনিটে একই খেলোয়াড়ের দ্বিতীয় গোল ব্যবধান বাড়ায় ৩-১ এ। শেষ দিকে বাংলাদেশের ডিফেন্স ভেঙে পড়ে-৮৭তম মিনিটে পেনাল্টি থেকে লি হায়েউন গোল করার পর হেডে করেন আরেকটি। যোগ করা সময়ে জিন হাইয়েরিনের গোলে ৬-১ ব্যবধান নিশ্চিত হয়।

এর আগে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে এবং তিমুর লেস্তেকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয় তারা। মূল পর্বে যেতে হলে এখন অপেক্ষা করতে হবে অন্য গ্রুপের ফলাফলের ওপর। কারণ আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্সআপ থাইল্যান্ডের মূল আসরে খেলবে।

তিমুর লেস্তেকে ৯-০ এবং লাওসকে ১-০ গোলে হারানোর পর বাংলাদেশকে উড়িয়ে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়া।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.