× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১৪ বছরের স্বপ্নবাজ গলফার আরীব রহমান

মনিরুল ইসলাম

১৯ আগস্ট ২০২৫, ১৫:৪১ পিএম । আপডেটঃ ১৯ আগস্ট ২০২৫, ১৫:৪২ পিএম

ছবি:সংগৃহীত।

চার বছর বয়সে যখন সমবয়সীরা খেলনা নিয়ে ব্যস্ত। তখন আরীব রহমানের হাতে ধরা পড়েছিল গলফ ক্লাব ও বল। বাবার হাত ধরে শুরু হয়েছিল তাঁর গলফযাত্রা। প্রথম হাতেখড়ি থেকে এখন পর্যন্ত গড়িয়েছে প্রায় ১২ বছরের পথচলা। কুর্মিটোলা গলফ ক্লাবের (কএঈ) হয়ে অপেশাদার খেলোয়াড় হিসেবে তিনি অংশ নিয়েছেন প্রায় ১৪টি টুর্নামেন্টে। বয়স মাত্র ১৪। অথচ অভিজ্ঞতার ঝুলি ইতোমধ্যেই ভরে উঠেছে।

এই যাত্রার পেছনে রয়েছে এক নিবেদিত বাবার অবদান। 

মাহবুবুর রহমান পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আইসিএবি থেকে উত্তীর্ণ এবং বর্তমানে সিটি ব্যাংক, ঢাকার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিনান্সিয়াল অফিসার। উজ্জ্বল ক্যারিয়ার আর জীবনশৃঙ্খলার জন্য যেমন তিনি প্রশংসিত। তেমনি সন্তানের স্বপ্ন বাস্তবায়নে থেকেছেন নিরন্তর সহায়ক। তাই নিঃসন্দেহে বলা যায়। গর্বিত বাবার গর্বিত সন্তান মো. আরীব রহমান। তবে বাবার প্রেরণা ও দিকনির্দেশনা পাশে থাকলেও। আরীবের স্বপ্ন সম্পূর্ণ আলাদা। তাঁর লক্ষ্য একদিন একজন পেশাদার গলফার হয়ে ওঠা।

অবশ্যই পড়াশোনা আর গলফকে একসাথে সামলানো সহজ নয়। তবে আরীবের বিশ্বাস, ভারসাম্য মানে সমান সময় দেওয়া নয়। বরং যে কাজ করছেন, সেই মুহূর্তে সেটাতেই পুরো মনোযোগ দেওয়া। তাই ক্লাসরুমের পড়াশোনা হোক বা মাঠের প্রতিটি শট। আরীবের কাছে দুটোই সমান গুরুত্বপূর্ণ।

বাবার কাছ থেকে পাওয়া শিক্ষা আরীবকে প্রতিটি ধাপে এগিয়ে নিচ্ছে। মাহবুবুর রহমানের চাপের মধ্যে ধীরস্থির থাকা। কৌশলগত সিদ্ধান্ত নেওয়া এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন। এসব গুণ আরীব গলফ খেলার জন্য আত্মস্থ করেছেন। মনোযোগ, ধৈর্য আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রতিটি ম্যাচে তাঁকে পথ দেখায়।

তবে আরীবের কাছে গলফ কেবল প্রতিযোগিতা নয়। এটি একটি গভীর অনুভূতি। শান্ত সবুজ মাঠে দাঁড়িয়ে প্রতিটি শটে নিজের সীমা পরীক্ষা করা। নতুন কিছু শেখা এবং খেলাটির মাধ্যমে বেড়ে ওঠার আনন্দ তাঁকে টানে। খেলছেন না, তখনও তিনি গলফ নিয়ে ব্যস্ত থাকেন। পড়াশোনা করা, পেশাদার টুর্নামেন্ট দেখা বা প্রিয় গলফারদের কৌশল শেখা। সবকিছুতেই তিনি মনোনিবেশ করেন।

তাঁর প্রিয় গলফার ররি ম্যাকইলরয়। ররির শক্তিশালী সুইং, ধারাবাহিক খেলা এবং চাপের মুহূর্তে ঠাণ্ডা মাথায় খেলার ক্ষমতা আরীবকে অনুপ্রাণিত করে। শুধু তাই নয়, গলফের উন্নয়নে ররির সক্রিয় ভূমিকা এবং ইতিবাচক পরিবর্তনের প্রচেষ্টা তাঁকে আরও কাছে টানে।

তরুণদের জন্য আরীবের পরামর্শও প্রেরণাদায়ক। তাঁর মতে, বড় স্বপ্ন পূরণ করতে হলে এমন মানুষদের সঙ্গে থাকতে হবে যারা স্বপ্নকে সমর্থন করবে। পরিবার, কোচ, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীর উৎসাহ একজন তরুণ খেলোয়াড়কে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তিনি মনে করেন, প্রতিটি পেশাদার গলফার একসময় ছিল অপেশাদার। তাই স্বপ্ন যত বড়ই হোক, তা পূরণ করা সম্ভব।

মাত্র ১৪ বছর বয়সে এই নিবেদন। আত্মবিশ্বাস এবং পরিষ্কার লক্ষ্য ভবিষ্যতের জন্য আশার আলো জ্বালায়। হয়তো একদিন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে, গলফের সবুজ মাঠে গর্বের সঙ্গে দাঁড়িয়ে থাকবেন এই স্বপ্নবাজ তরুণ- মো. আরীব রহমান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.