× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হারের পর জ্যোতিদের নিয়ে ট্রল

ক্রীড়া ডেস্ক

২১ আগস্ট ২০২৫, ১৪:০৫ পিএম

ছবি:সংগৃহীত।

ভারতের মাঠে আগামী মাসে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তার আগে লম্বা সময় ধরে আন্তর্জাতিক কোনো সূচি না থাকায় মেয়েদের লাল-সবুজ দল এবং ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল নিয়ে প্রস্তুতিমূলক একটি সিরিজ আয়োজন করেছে বিসিবি। যেখানে গত বুধবার অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে হেরেছে বাংলাদেশ নারী লাল দল। নিগার সুলতানা জ্যোতিদের এই হার নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল চলছে।

ব্যাটিংয়ে ভালো শুরুর পরও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় বালকদের কাছে হারতে হয়েছে জ্যোতিদের। নারী দলের ব্যাটিং ব্যর্থতার বিষয়টি আগে থেকেই আলোচিত। কাল ৮৭ রানের হারে সেই চিত্র আরও স্পষ্ট হয়েছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে বিসিবি অনূর্ধ্ব-১৫ দল। জবাবে খেলতে নেমে বাংলাদেশ নারী লাল দল মাত্র ৯৪ রানে অলআউট হয়ে যায়।

এমন হারের পর স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে কথা হচ্ছে জ্যোতিদের নিয়ে। অনেকে মজার ছলে নানা মন্তব্য ও ট্রল করছেন। যা সহজভাবে নেননি নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ। গতকাল বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আজকের ম্যাচে নারী লাল দল হেরেছে অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের সাথে। হ্যাঁ, এটা সত্যি হারটা কষ্টের। কিন্তু আরও কষ্টের হলো মানুষের প্রতিক্রিয়া। অনেকেই ভেবেছেন এটা নাকি মূল জাতীয় দলের বিরুদ্ধে ছিল।’

‘আবার অনেকে এমনভাবে ট্রল করছে যেন এই মেয়েগুলো বাংলাদেশের না, কোনো ভিনদেশি দল। তাদের কথা শুনে মনে হয়, নারী ক্রিকেটারদের জন্য তাদের কোনো সম্মান, সহানুভূতি বা বিন্দুমাত্র দায়বদ্ধতাও নেই। যারা আজ ট্রল করে মজা নিচ্ছে, তারা কখনও নারী ক্রিকেটের খোঁজ নেয়? গঠনতন্ত্র, ইনফ্রাস্ট্রাকচার ও প্রস্তুতির অবস্থা- এসব নিয়ে একদিনও ভেবেছে? নারী ক্রিকেটারদের অবদান বা সংগ্রাম নিয়ে তারা কখনও কথা বলে না, অথচ একজন ক্যাপ্টেনের আবেগঘন কথা নিয়েও ট্রল করেছিল কয়েকদিন আগে। এই কি আমরা? এই কি আমাদের মনুষ্যত্ব?’

রুমানা আরও লিখেছেন, ‘আমরা ভুলে যাই, এরা আমাদেরই মেয়ে-বোন। দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে তারা রোদ-বৃষ্টি মাথায় নিয়ে কঠিন পরিশ্রম করে। একটা হারেই সব অস্বীকার করা কি ঠিক? সমালোচনা হোক গঠনমূলক, সহযোগিতা হোক হৃদয় থেকে। ট্রল করে, ছোট করে কাউকে দমিয়ে দিয়ে কখনও উন্নতি আনা যায় না। সম্মান দিতে শিখুন, খেলাটাকেও সম্মান করুন।’


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.